২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টিফিন ভাতা বাড়ানো হোক

-

দেশের জাতীয় বেতন স্কেলের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত চাকরিজীবীদের মাসিক টিফিন ভাতার পরিমাণ ২০০ টাকা। সেই হিসাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার লাখেরও বেশি শিক্ষকের মাসিক মোট বেতনের ২০০ টাকা টিফিন ভাতার। এটা যে লজ্জা ও বৈষম্যের, তা বলার অপেক্ষা রাখে না। প্রতি মাসের ২৫ দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মস্থলে অবস্থানকারী একজন শিক্ষকের প্রতিদিনের টিফিন ভাতা মাত্র আট টাকা! বর্তমান বাজারে এক কাপ চায়ের দাম পাঁচ থেকে ছয় টাকা। সেখানে জাতি গড়ার কারিগরদের টিফিন ভাতার এই অমানবিক ও লজ্জাকর পরিমাণ মহান পেশার সাথে কৌতুকতুল্য। এটি শিক্ষকদের মর্যাদার প্রেক্ষাপটে প্রহসন মাত্র। বর্তমান বাজারদরের সাথে সমন্বয়পূর্বক শিক্ষকসহ ১১ থেকে ২০ গ্রেডের সব কর্মচারীর টিফিন ভাতার পরিমাণ সম্মানজনক করার ব্যাপারে কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কাম্য।
আবু ফারুক, সহকারী শিক্ষক, ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, বান্দরবান


আরো সংবাদ



premium cement