০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


মোবাইলে সব বার্তা হোক বাংলায়

-

মোবাইলে সিম কোম্পানিগুলো থেকে গ্রাহকদের কাছে পাঠানো বার্তাগুলো বাংলা ভাষায় হলে সবার কাছে গ্রহণযোগ্য হবে। ‘বাংলিশ’ তরুণ প্রজন্ম বা ফেসবুকে চ্যাটিংয়ের জন্য এটা জনপ্রিয় হলেও তা সবার বোধগম্য নয়। অন্য দিকে, সব মোবাইল বাংলা সাপোর্ট করে নাÑ এমন ধারণা অনেকটা যুক্তির বাইরে। কারণ, সব মোবাইলেই বাংলা রয়েছে। সিম কোম্পানি বা সরকার থেকে আসা কিছু বার্তা বাংলায় হলেও বেশির ভাগ বার্তা হাস্যকর ‘বাংলিশে’ হয়। রুচিশীল মানুষের তা পড়তে পোহাতে হয় ভোগান্তি। অনেক শিক্ষিত ব্যক্তিও ঠিকভাবে তা পড়তে পারেন না। তাই সিম কোম্পানি থেকে, সরকারের যাবতীয় সচেতনতামূলক বার্তা পাঠানো পাশাপাশি সব বার্তা বাংলায় পাঠানো উচিত।
শামীম শিকদার
ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর


আরো সংবাদ



premium cement