২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আষাঢ়-শ্রাবণে বৃক্ষরোপণ

-

আষাঢ়-শ্রাবণ দুই মাস বৃষ্টির মাস। এটাই গাছ লাগানোর উৎকৃষ্ট সময়। প্রবল বৃষ্টিপাতের সময় গাছ রোপণ করলে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। গাছ শুধু রোপণ করলেই হবে না; সঠিকভাবে যতœ করতে হবে। পর্যাপ্ত গাছ থাকলে দেশের পরিবেশ ও অক্সিজেন খুব বিশুদ্ধ থাকে, দেশ অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়। মাটির ক্ষয় ও ভাঙন রোধ করে এই বৃক্ষ। তা ছাড়া গাছ লাগানোর মাধ্যমে নেকি বা সওয়াব অর্জন করা যায়। এটা একধরনের ইবাদতের মধ্যে পড়ে।
বিশ্ব আজ বিরূপ আবহাওয়ার মুখোমুখি। এ বিষয় নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। ধনী আর গরিব সব রাষ্ট্রই এ জন্য উদ্বিগ্ন। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে চলছে আলোচনা, পরিকল্পনাসহ জোরালো পদক্ষেপ গ্রহণ করা। পরিবেশ মানবজাতির অনুকূলে রাখা আজ চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই গাছ লাগানোর বিকল্প কোনো পদক্ষেপ আর হতে পারে না। সবাই অন্তত একটি করে হলেও গাছ লাগানো দরকার।
গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটার অভ্যাস পরিত্যাগ করতে হবে। গাছই এ পরিবেশের প্রাণ। গাছগাছালি আর লতাপাতা আল্লাহ তালার এক বিশেষ নেয়ামত। মূল্যবান কাঠগাছের পাশাপাশি ফলদ গাছ রোপণ করা উচিত। কারণ বাজারের কেনা ফলে কেমিক্যালের ভয় থাকে। তাই নিজের লাগানো গাছ থেকে তৃপ্তি নিয়ে ফল খাওয়া যায়, তেমনি নিরাপদও থাকা যায়। শহরে বড় বড় অট্টালিকার আশপাশজুড়ে কয়েকটি গাছের জন্য জায়গা রেখে নকশা করা উচিত। গাছের পরিচর্যাও করা জরুরি। এতে যান্ত্রিক জীবনে কিছুটা হলেও প্রকৃতির ছোঁয়া পাওয়া যাবে। সবাই মিলে এ বসতিকে সবুজে সবুজে ভরে নিই। পৃথিবীর বুকে নিজেদের দেশকে এক টুকরো সবুজের বাগান করে তুলি। এ বসতি আমাদের সবার, তাই এ বসতিকে ভালো রাখার দায়িত্ব সবার সমান। গাছই হোক পরিবেশ পরিবর্তনের জাদুকরী ছোঁয়া। আসুন, আষাঢ়-শ্রাবণে বেশি বেশি গাছ লাগাই।
কাজী সুলতানুল আরেফিন
অৎবভরহ.ভবহর৯৯@মসধরষ.পড়স


আরো সংবাদ



premium cement
গাজীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও গুচ্ছ ভর্তি পরীক্ষা : ১ মে ‘এ' ইউনিটের ফল, ১ আগস্টে ক্লাস শুরু শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেকজন রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আসামি ৫২, গ্রেফতার ৪ জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ : ইসি আহসান হাবিব রাবিপ্রবিতে‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭.৩৯ শতাংশ রাজধানীর জুড়ে ইসতিসকার নামাজ আদায় নাগরপুরে তীব্র তাপদাহে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে উপজেলা নির্বাচন : নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের যে শর্তের কথা জানালেন রিজভী

সকল