২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সাহসী মা-মেয়ে

-

ডাকাতি করার জন্য দুই অস্ত্রধারী ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে। কিন্তু বাড়িতে প্রবেশের পরই মা ও মেয়ে মিলে ওই দুই অস্ত্রধারী ডাকাতকে ধরাশায়ী করলেন। মা ও মেয়ে মিলে তাদের ওপর হামলা চালায় এতে তারা একপর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
ভারতের হায়দ্রাবাদে এ ঘটনা ঘটে। মা ও মেয়ের এমন সাহসিকতার জন্য পুলিশের পক্ষ থেকে তাদের সম্মানিত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন বেলা ২টার দিকে ৪২ বছর বয়সী অমিতা মেহত ও তার মেয়ে বাসায় ছিলেন। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। সুশীল নামে একজন বন্দুক বের করে এবং তার সহযোগী প্রেমচাঁদ ছুরি বের করে ওই বাসার গৃহকর্মীর গলায় ধরে রাখে।
অস্ত্রধারী দু’জন বাসার মূল্যবান সামগ্রী তাদের দিয়ে দিতে বলে। একপর্যায়ে মা ও মেয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন। সিসিটিভির ফুটেজে দেখা যায় ওই দুই নারী বন্দুকধারীদের ধরার চেষ্টা করছেন। এ সময় বন্দুকধারীরা পালিয়ে বাঁচার চেষ্টা করেন। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement