২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রংপুরসহ বিভিন্ন স্থানে নিহত ৬

-

রংপুরের মিঠাপুকুরে ও বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো তিনজন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেক ব্যক্তি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের মিঠাপুকুরে ট্রাক ও সিমেন্ট ভর্তি কার্গোর মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে তাদের মৃত্যু হয়। বড় দরগাহ্ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহতরা হলেন, বগুড়ার সদর উপজেলার নামুজা শাহাপাড়া গ্রামের সুধীর চন্দ্র (৪৫) ও তার বাবা লাল চাঁদ (৭০) গরু ব্যবসায়ী। তারা গরু কিনে অন্য ব্যবসায়ীদের সাথে ট্রাকে বাড়ি ফিরছিলেন। পথে মিঠাপুকুরে ফায়ার সার্ভিসের সামনে রংপুরগামী একটি সিমেন্ট ভর্তি কার্গোর সাথে গরু বহনকারী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চারজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক এক কারখানার মেকানিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগরীর বাসন থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া (৪৫) নরসিংদীর রায়পুরা থানার আদিয়াবাদ এলাকার সাদেক আলী ওরফে সদু মিয়ার ছেলে। মোস্তফা গাজীপুরের টেকনোপ্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় মেকানিক পদে চাকরি করতেন। জিএমপির বাসন থানার এসআই সুকান্ত কুমার জানান, মোস্তফা মিয়া বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে সাভার থেকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে অপর এক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় মোয়াজ্জেম হোসেন (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মোয়াজ্জেম আক্কেলপুর উপজেলার চাপাগাছী হরিসারা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল আনুমানিক ১০টার সময় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ইসলামপুরে দুপচাঁচিয়া অভিমুখী গরু বোঝাই একটি ভটভটিকে বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ভটভটিতে থাকা গরু ব্যবসায়ী মোয়াজ্জেম সড়কের ওপর পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপকূল (চকরিয়া) সংবাদদাতা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় বেপরোয়া এক বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো: মাহিয়ান (৭) হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আলীপুর এলাকার মো: মহিউদ্দিনের ছেলে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। যার আনুমানিক বয়স ৫০ বছর। গত বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে পুলিশের ওসি মো: আব্দুল্লাহ বলেন, বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনের বড় দারোগাহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
মার্কিন ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০ নির্বাচনের আগে ‘সিএএ’ চালু করে ভোট টানার কৌশল ব্যর্থ বিজেপির ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের আহ্বান কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে রাফাতে ইসরাইলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত আজ ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী গ্রেফতারের মধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী বিক্ষোভ অব্যাহত হলান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে ম্যানসিটির জয় হাম্বানতোতা বিমানবন্দরের ‘দখল’ ভারত ও রাশিয়ার! ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর লাশ, পাওয়া গেছে রহস্যজনক হোয়াটসঅ্যাপ নোট ফিরলেন মোস্তাফিজ, জিতল চেন্নাই

সকল