২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


প্রার্থিতা নিয়ে নতুন জটিলতায় পরীমণি

-

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থিতা নিয়ে নতুন জটিলতায় পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। আগামী ২৮ জানুয়ারি সমিতির ১৭তম নির্বাচনে প্রার্থী হয়েছিলেন পরীমণি। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদ পদে তার মনোনয়নপত্রও জমা দেয়া হয়। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের দিন গতকাল পরীমণি জানান তিনি এবার নির্বাচন করবেন না।
নিয়ম অনুযায়ী নির্বাচন না করলে প্রার্থিতা প্রত্যাহারে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন দিতে হয়। কিন্তু পরীমণি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে নিজের প্রার্থিতা প্রত্যাহারে কোনো আবেদন দেননি। ফলে চাইলেও তার প্রার্থিতা প্রত্যাহার হচ্ছে না।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন জানান, গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত আমরা কারো প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমণির কোনো চিঠিও আমাদের হাতে আসেনি। তাই চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালেটে পরীমণির নাম ছবি থাকবে। সময় অতিবাহিতের পর প্রার্থিতা প্রত্যাহারের আর সুযোগ নেই। সুতরাং চাইলেও আর নির্বাচন থেকে পরীমণি সরে দাঁড়াতে পারছেন না।
এর আগে মাদক মামলার আসামি হওয়ার কারণে শিল্পী সমিতির সদস্য পদ স্থগিত করা হয়েছিল পরীমণির। এরপর তার আবেদনের পরিপ্রেক্ষিতে পদ ফিরিয়ে দেয়া হয়েছিল।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা শহীদুল হারুন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন। সোহানুর রহমান সোহানকে করা হয়েছে আপিল বোর্ডের চেয়ারম্যান।

 


আরো সংবাদ



premium cement
টুকুর সাজার প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত পেকুয়ায় হিট স্ট্রোকে একজনেরর মৃত্যু স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হুমজা ইউসুফের পদত্যাগ মঙ্গলবারও বাড়বে তাপমাত্রা, অসহনীয় হবে গরম ইতিহাসের উষ্ণতম এপ্রিল দেখল মিয়ানমার আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের

সকল