২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সূচক ও লেনদেন দুটোই বেড়েছে শেয়ারবাজারে

-

আগের দিন সামান্য দরপতন ঘটলেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এ দিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৫.৪৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ১.০৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ম ১ হাজার ২৪৯.২৪ পয়েন্ট এবং ২ হাজার ১১৮.৭১ পয়েন্টে। ডিএসইতে ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ১৯৬ কোটি ২৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪১টির বা ৩৯.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৪৭টির বা ৪১.৪১ শতাংশের এবং বাকি ৬৭টির বা ১৮.৮৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯১.২৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দর বেড়েছে, কমেছে ১০৭টির আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির ৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৩৭টি শেয়ার ৯২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭৭ কোটি ৪১ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৯ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকার বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৮০ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।
এ ছাড়া আমান কটনের ৩০ লাখ ৬৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৩২ লাখ ৫৯ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ১০ লাখ ১০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ৮ লাখ ৯৯ হাজার টাকার, বেক্সিমকোর ২ কোটি ৩৭ লাখ ৫১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৬৮ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকার, সিটি ব্যাংকের ৪৬ লাখ ২৫ হাজার টাকার, ডিবিএইচের ৭ লাখ ২৬ হাজার টাকার, ডরিন পাওয়ারের ১৬ লাখ ৮৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ১ হাজার টাকার, জেনেক্সের ৪১ লাখ ৯১ হাজার টাকার, গ্রামীণফোনের ৫০ লাখ ৭০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ১৩ লাখ ৯৭ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২২ লাখ ৪৪ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮৭ লাখ ৫০ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৩২ লাখ ২৩ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৪ কোটি ৫৫ লাখ ৬২ হজার টাকার, আরডি ফুডের ২ কোটি ৯৩ লাখ ৬১ হাজার টাকার, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৬ লাখ ১৭ হাজার টাকার, সিলকো ফার্মার ২ কোটি ৬০ লাখ ৯৬ হাজার টাকার, সিমটেক্সের ২৬ লাখ ৬০ হাজার টাকার, সিঙ্গারের ৮ লাখ ৬৩ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৭০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৫ লাখ ২১ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ৪৪ লাখ ৫৭ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৫৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৭টির বা ৪১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এ দিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ঢাকা ডাইংয়ের।
সোমবার ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৭.৩৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ঢাকা ডাইং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আশের ৬.৯৪ শতাংশ, ইনটেকের ৬.৩৬ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.৯৬ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.২১ শতাংশ, বেক্সিমকোর ৩.১৯ শতাংশ, আমান কটনের ৩.১২ শতাংশ, গোল্ডেন সনের ৩.০৩ শতাংশ, আরামিট সিমেন্টের ২.৮৩ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ২.৮২ শতাংশ কমেছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির বা ৩৯.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ দিন ডিএসইর টপটেন গেইনার তালিকার ৯০ শতাংশ বীমা কোম্পানির দখলে চলে গেছে। গতকাল টপটেন গেইনারের ৯টি বা ৯০ শতাংশ কোম্পানি বীমা খাতের দখলে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। গতকাল এই কোম্পানিটির শেয়ার দর ৫.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রূপালী লাইফ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৬৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৯.৮৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে।

 


আরো সংবাদ



premium cement