০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


বাঁশখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত আরো ২ শ্রমিকের মৃত্যু

-

চট্টগ্রামের বাঁশখালী উপকূলে নিমার্ণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনায় গুরুতর আহত আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক শফিউল কবির। নিহত দু’জন হলোÑ মো: শিমুল (২৩) বাবা-আবদুল মালেক শ্রীমঙ্গল মৌলভী বাজার অপরজন দিনাজপুর ফুলবাড়ি উপজেলার আবদুল মান্নানের ছেলে রাজিউল ইসলাম। গত ২১ এপ্রিল বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শিমুল ও ১৯ এপ্রিল গভীর রাতে নগরী পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজিউল ইসলাম। এ নিয়ে ১৭ এপ্রিল সকালের ওই সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজন।
গত ১৭ এপ্রিল সকালে ওই নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রকিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনায় কর্মরত পাঁচ শ্রমিক নিহত হয় এ সময় তিন পুলিশ সদস্যসহ আরো অন্তত ২০ থেকে ২৬ জন শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement