১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান

চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান - সংগৃহীত

বেশিভাগ আমেরিকান বিশ্বাস করে, চীন যুক্তরাষ্ট্রের জনমত গঠনের জন্য টিকটক ব্যবহার করে। ওয়াশিংটন চীনা মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপটি নিষিদ্ধ করতে চলেছে।

রয়টার্স বা ইপসোসের এক জরিপে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার শেষ হওয়া দু’দিনের জরিপে প্রায় ৫৮ ভাগ উত্তরদাতা চীন সরকার ‘আমেরিকান জনমতকে প্রভাবিত করতে’ চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে ব্যবহার করে- এমন একটি বিবৃতির সাথে একমত হয়েছে।

প্রায় ১৩ ভাগ উত্তরদাতা এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করেছে। বাকিরা অনিশ্চিত ছিল বা প্রশ্নের উত্তর দেয়নি।

ডেমোক্র্যাটদের চেয়ে বেশি রিপাবলিকানরা মনে করে, চীন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মতামতকে প্রভাবিত করতে অ্যাপটি ব্যবহার করে।

টিকটক জানায়, তারা ডেটা নিরাপত্তা প্রচেষ্টায় ১৫০ কোটি ডলারের বেশি ব্যয় করেছে এবং যুক্তরাষ্ট্রে তাদের ১৭ কোটি ব্যবহারকারীর ডেটা তারা চীন সরকারের সাথে শেয়ার করবে না।

গত বছর কংগ্রেসকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘চীন সরকারের অনুরোধে কনটেন্ট প্রচার করা বা সরানো হয় না।’

মন্তব্যের জন্য অনুরোধ করা হলে টিকটক তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

বাক-স্বাধীনতা নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে একটি বিলে স্বাক্ষর করেন, যেখানে বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের সম্পদ বিক্রি করতে ২৭০ দিন সময় দেয়া হয়েছে, অন্যথায় নিষিদ্ধ হতে পারে।

টিকটক এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে অন্তর্ভুক্ত মতপ্রকাশের সুরক্ষার লঙ্ঘন হিসেবে চ্যালেঞ্জ করার প্রতিশ্রুতি দিয়েছে। টিকটক ব্যবহারকারীরা আবার আইনি পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মন্টানার একজন বিচারক বাক-স্বাধীনতার উদ্বেগের কথা উল্লেখ করে টিকটকের ওপর রাজ্যের নিষেধাজ্ঞা আটকে দিয়েছিলেন।

রয়টার্স বা ইপসোসের জরিপে দেখা গেছে, ৫০ ভাগ আমেরিকান টিকটক নিষিদ্ধ করার পক্ষে, ৩২ ভাগ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে এবং বাকিরা নিশ্চিত নয়। জরিপে কেবল যুক্তরাষ্ট্রের প্রাপ্ত বয়স্করা অংশ নিয়েছে এবং ১৮ বছরের কম বয়সীরা এতে অংশ নেয়নি।

তবে ১৮ বছরের কম বয়সীরাই যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে টিকটক ব্যবহার করে।

৪০ বছর বা এর বেশি বয়সী প্রতি ১০ জনের মধ্যে ছয়জন উত্তরদাতা নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে ১৮ থেকে ৩৯ বছর বয়সী প্রতি ১০ জনের মধ্যে চারজন এর বিপক্ষে মত দিয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
বেনাপোল বন্দরে টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকের ২ লাখ টাকায় বিক্রি হওয়ার অভিজ্ঞতা কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৫ গাইবান্ধা শহরে চুরি পট্টিতে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই আরব লিগের প্রতি হামাসের আহ্বান গাজায় যুদ্ধবিরতির আদেশ দিতে জাতিসঙ্ঘ শীর্ষ আদালতের প্রতি দ. আফ্রিকার আহ্বান দীর্ঘ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল স্মার্ট চশমায় ‘বিপ্লব’ আনছে গুগল! বৃষ্টিতে ভণ্ডুল ম্যাচ, প্লেঅফে সানরাইজার্স হায়দরাবাদ যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনেও ভারতীয় ‘বিষাক্ত’ ভারতীয় মশলার বিরুদ্ধে কড়াকড়ি গাজায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লিগের

সকল