২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বাংলাদেশের বহু মানুষ এখনো খেতে পায় না : অমিত শাহ

-

বাংলাদশের বহু গরিব মানুষ এখনো খেতে পাচ্ছে না। সে কারণেই তাদের অনুপ্রবেশ চলছে। ভারতের আনন্দবাজার ডিজিটালকে দেয়া এক সাক্ষাৎকারে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন দাবি করেন।
অভীক সরকারের নেয়া এ সাক্ষাৎকারটি গতকাল আনন্দবাজার পত্রিকা প্রকাশ করে। সাক্ষাৎকারের প্রায় পুরোটাজুড়েই প্রসঙ্গ ছিল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে অনেক দিন ধরেই অমিত শাহ বলে আসছিলেন তার দল বিজয়ী হলে বাংলাদেশ থেকে আর কোনো অনুপ্রবেশ করতে দেয়া হবে। এ বিষয়ে সাক্ষাৎকারের এক পর্যায়ে অভীক সরকার অমিত শাহকে প্রশ্ন করেন, গত ১০-১৫ বছরে বাংলাদেশের তো আর্থিক উন্নয়ন হয়েছে। তা-ও কেন লোকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে?
এর জবাবে অমিত শাহ বলেন, এর দুটো কারণ আছে। এক, বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকায় নিচুতলায় পৌঁছায়নি। যেকোনো পিছিয়ে পড়া দেশে উন্নয়ন হতে শুরু করলে সেটা প্রথম কেন্দ্রে হয়। আর তার সুফল প্রথমে বড়লোকদের কাছে পৌঁছায়। গরিবদের কাছে নয়। এখন বাংলাদেশে সেই প্রক্রিয়া চলছে। ফলে গরিব মানুষ এখনো খেতে পাচ্ছে না। সে কারণেই অনুপ্রবেশ চলছে। আর যারা অনুপ্রবেশকারী, তারা যে শুধু বাংলাতেই থাকছে, তা নয়। তারা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, জম্মু-কাশ্মির পর্যন্ত পৌঁছে যাচ্ছে। দ্বিতীয়ত, আমি মনে করি এটা প্রশাসনিক সমস্যা। প্রশাসনিকভাবেই এর মোকাবেলা করতে হবে। সেটা পশ্চিমবঙ্গের সরকার করেনি।

 


আরো সংবাদ



premium cement