২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
ঢাকা বার নির্বাচন

সভাপতি আওয়ামী লীগের সম্পাদক বিএনপির

-

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ কার্যকরী কমিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি পদসহ ১৫টিতে জয়ী হয়েছে। অপর দিকে সাধারণ সম্পাদকসহ ৮ পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। শুক্রবার রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এ ফল ঘোষণা করেন।
গত বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতি ভবনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ভোট গণনা শুরু হয়। এ নির্বাচনে ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট প্রদান করেন।
সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল বাতেন ৪ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর বিএনপি সমর্থিত মোসলেহ উদ্দিন জসিম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। অপর দিকে, সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত খোন্দকার হযরত আলী ৪ হাজার ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর আওয়ামী লীগ সমর্থিত ফিরোজুর রহমান মন্টু পেয়েছেন ৪ হাজার ৭৩ ভোট। আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেনÑ সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল বাতেন, ট্রেজারার পদে এ কে এম আরিফুল ইসলাম কাওছার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইলা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস ইমরুল কায়েশ। এছাড়া সাদা প্যানেলের সদস্য পদে সুলতানা রাজিয়া রুমা, এবিএম ফয়সাল সারোয়ার, ইমতিয়াজ আহমেদ প্রিন্স, গোলাম ইমন হোসেন, জুয়েল চন্দ্র মাদক, মো. আহসান হাবিব, মো. মহিদ উদ্দিন মহিন।
বিএনপি সমর্থিত নীল প্যানেলের বিজয়ীরা হলেনÑ সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি মো. আনিসুর রহমান আনিস, সদস্য পদে এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার বাবু, মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।


আরো সংবাদ



premium cement