২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বুড়িগঙ্গার তীরে হাজী সেলিমসহ অন্যদের অবৈধ স্থাপনা উচ্ছেদ

-

পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে সংসদ সদস্য হাজী সেলিমসহ অন্যদের অবৈধভাবে দখলে থাকা স্থাপনা ভেঙে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান চলে। এর আগে গত রোববার তার দখলে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দ্বিতীয় দিনের অভিযানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের দখলে থাকাসহ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে এ সময় হাজী সেলিমের মালিকানাধীন ‘চাঁন সরদার কোল্ডস্টোরেজটিতে কাঁচামাল থাকায় উচ্ছেদ করা হয়নি।
অভিযানে বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকা থেকে সোয়ারিঘাট পর্যন্ত নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এ সময় ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী, সহকারী পরিচালক রেজাউল করিমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকালের অভিযানে মিটফোর্ড হাসপাতালের পাশের বালুঘাট থেকে পশ্চিম দিকে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া হাজী সেলিমের ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন ট্রান্সপোর্টের অফিস উচ্ছেদ করা হয়েছে। তবে বিআইডব্লিউটিএর জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ‘চাঁন সরদার কোল্ডস্টোরেজ’ উচ্ছেদ করা হয়নি। ভেতরে কাঁচামাল থাকায় পরে এটি নিজেরাই ভেঙে ফেলবে বলে জানিয়েছে কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষ।
হাজী সেলিমের কোল্ডস্টোরেজ না ভাঙার বিষয়ে জানতে চাইলে ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী জানান, কোল্ডস্টোরেজটির ভেতরে ব্যবসায়ীদের কাঁচামাল রয়েছে। তাই স্টোরেজ কর্তৃপক্ষের অনুরোধে সেটি ভাঙা হয়নি। তবে মালামাল সরানোর পর তারা নিজেরাই এটি ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, হাজী সেলিমের ঘনিষ্ঠরা বাদামতলী এলাকায় নদীর জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন। গত রোববার ওয়াইজঘাট থেকে বাদামতলী এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো শুরু হয়। রোববারের অভিযানে ১৭০টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এতে উদ্ধার হয় নদী তীরের অন্তত তিন একর জমি।

 


আরো সংবাদ



premium cement
পাংশায় সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু কক্সবাজারে পুলিশের অভিযানে সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দ প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই নোয়াখালীতে ফের নতুন গ্যাস কূপের সন্ধান, খনন উদ্বোধন বরিশালে তীব্র তাপদাহে ৩ স্কুলছাত্রী অসুস্থ বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা গণতন্ত্রকে ধ্বংস করার নীলনকশা থামছে না : রিজভী তাজউদ্দীন মেডিক্যাল দুদকের অভিযান : নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১

সকল