২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


উলিপুরে নৌকা ডুবির ১৮ ঘণ্টা পর নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

কুড়িগ্রামে নৌকাডুবির পর নদী তীরে স্বজনদের ভিড় : নয়া দিগন্ত -

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ধরলা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১৮ ঘণ্টা পর এক নারীসহ নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মেয়ের বিয়ের বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার সময় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টার দিকে মেয়ের বিয়ের বৌভাত খেয়ে ৫০ জন মানুষ একটি নৌকায় করে সাতভিটা থেকে কাশিম বাজারে ফেরার পথে ধরলা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় বাকিরা উদ্ধার হলেও মেয়ের বাবাসহ চারজন নিখোঁজ হন। বৃহস্পতিবার রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে অভিযান চালিয়ে ধরলা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে। সকাল থেকে অভিযান পরিচালনা করলেও বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে একে একে চারটি লাশ উদ্ধার হয়।
নিহতরা হলেনÑ কনের বাবা নুরু (৬০), আমেনা (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)। তাদের বাড়ি দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকায়। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সেন জানান, কুড়িগ্রামে কোন ডুবুরি না থাকায় রংপুর থেকে আসা ডুবুরি দলের মাধ্যমে বৃহস্পতিবার সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়।
নৌকা ডুবির ঘটনায় উদ্ধার অভিযান দেখতে এসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন জানান, এ ঘটনায় আমরা মর্মাহত। যারা এ ঘটনায় মারা গেছেন তাদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করব।


আরো সংবাদ



premium cement