২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মাস্ক উৎপাদনে গাড়ি কোম্পানি

-

করোনাভাইরাসের ব্যাপক বিস্তৃতিতে ফেস মাস্ক উৎপাদনে নেমেছে জার্মান গাড়ি কোম্পানি বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটির সিইও ওলিভার জিপসে বলেন, কর্মীদের সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমরা মাস্ক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রতিদিন কয়েক লাখ ফেস মাস্ক উৎপাদন করতে পারব। তিনি বলেন, এরই মধ্যে নিজস্ব মজুদ থেকে সরকারকে এক লাখ মাস্ক সরবরাহ করেছি। পাশাপাশি ১০ লাখ মেডিক্যাল গ্লাভস দিচ্ছি। আগামী দুই সপ্তাহে আরও ১০ লাখ মাস্ক দেবো। এ কর্মকর্তা আরও জানান, বিএমডব্লিউর গাড়ি উৎপাদন বর্তমানে স্থগিত রয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। প্রসঙ্গত, দামি গাড়ি উৎপাদনে বিশ্বজুড়ে বিএমডব্লিউর ব্যাপক খ্যাতি রয়েছে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement