২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মহেশখালীতে বছরের প্রথম বৃষ্টিতে বজ্রপাতে ৩ লবণচাষি নিহত

-

চলতি শুষ্ক মৌসুমে বছরের প্রথম বৃষ্টির সাথে বজ্রপাতে তিন লবণচাষি নিহত হয়েছেন। এ ছাড়া প্রান্তিক লবণচাষিদের মাঠের লবণের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার বেলা সাড়ে ৩টার সময় কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। বজ্রপাতে তিনজন লবণচাষি মাঠে কাজ করার সময় নিহত হন। নিহতরা হলেন, মানিক (১৭)। তিনি হোয়ানকে পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে। মানিক মৈন্নাঘোনা লবণ মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। অপরজন মোস্তাফিজুর রহমান (২৫) তিনি পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। মোস্তাফিজুর রহমান হোয়ানকের আন্নুঘোনায় লবণ মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। তৃতীয়জন হলেন, বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মো: ফারুক (২৫)। তিনি কালাপাইন্না ঘোনায় নিহত হন।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক মো: বাবুল আজাদ জানান, লবণ মাঠে কাজ করার সময় তিনজন লবণশ্রমিক বজ্রপাতে নিহত হওয়ার খবর শুনে, দ্রুত ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে এবং বজ্রপাতে তিনজন লবণ শ্রমিক মাঠেই নিহত হওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে।
হোয়ানক ইউপির মেম্বার নুরুল কবির জানান, বেলা সাড়ে ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়। এ সময় বহু গাছপালা ও বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ব্যাপক ক্ষতি হয়। চাষিদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ কালবৈশাখীর দমকা ও বৃষ্টির কারণে মাঠে উৎপাদিত লবণের ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামিরুল ইসলাম জানান, বিকেলের দিকে শুরু হওয়া কালবৈশাখীর তাণ্ডব ও বজ্রপাতে তিনজন লবণশ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি।


আরো সংবাদ



premium cement