২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশীর মৃত্যু

-

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশী যুবক ফটিক (৩০) মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। ফটিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। এ নিয়ে গত এক মাসে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে তিন বাংলাদেশী নিহত হওয়ার ঘটনা ঘটল।
জানা গেছে, ফটিকসহ আরো কয়েকজন সীমান্ত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় সদর উপজেলার জোহরপুর টেক সীমান্তে ভারতের পিরোজপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গত বুধবার রাতে কুতুবপুর বাওড়া ঘাট এলাকায় তাকে গুলি করে। এ সময় অন্য রাখালরা গুলিবিদ্ধ অবস্থায় ফটিককে বাড়িতে নিয়ে আসে। গত বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মো: এখলাসুর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার সকালে বাখের আলী সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মধ্যে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। তবে ফটিককে গুলি করার কথা স্বীকার করেনি বিএসএফ।
এর আগে গত ৩ নভেম্বর জোহরপুর টেক সীমান্তে ডালিম মাঝি ও ২১ অক্টোবর শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে মো: জেম নামে আরো দুই বাংলাদেশীকে হত্যা করে বিএসএফ।


আরো সংবাদ



premium cement
মঙ্গলবারও বাড়বে তাপমাত্রা, অসহনীয় হবে গরম ইতিহাসের উষ্ণতম এপ্রিল দেখল মিয়ানমার আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী

সকল