৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


খুলনায় কার্গোডুবি : আরো একজনের লাশ উদ্ধার

-

খুলনার রূপসা নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজের পাশে থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের ডুবরি দলের চেষ্টায় লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশটি জাহাজের বাবুর্চি আবুল কালামের বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি বাগেরহাটে।

এর আগে ৭ এপ্রিল (রোববার) দুপুরে রূপসা নদীতে রেল সেতুর ৭৩ নম্বর পিলারের সাথে ধাক্কা লেগে ১ হাজার ১৪০ মেট্রিকটন টিএসপি সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে যায়। এতে কার্গো জাহাজের দুইজন নিখোঁজ হন।

জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো: রাজিব বলেন, ‘ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সাথে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।’

কার্গো জাহাজের মাস্টার মো: শহীদুল্লাহ জানান, ‘নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি আবুল কালাম ও গ্রিজার সাখায়েত মুন্সি নিখোঁজ হয়।’

তিনি জানান, টিএলএন-১ নামের কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা নওয়াপাড়ার উদ্দেশে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সজনে পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট, গাছের ডালেই আটকা লাশ ১৯৭১-এ বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রধান ইন্ধনদাতা ছিল আমেরিকা বুয়েটে নিরাপত্তা চেয়ে ছাত্রলীগপন্থী শিক্ষার্থীদের ফের স্মারকলিপি বরিশালে আইএইচটির ২ ছাত্রকে তুলে নিয়ে ছাত্রলীগের মারধর খালে পাওয়া ‘টর্পেডো’টি বাংলাদেশের নয় : ওসি হেলাল উদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় বসতবাড়িতে পটকা তৈরির কারখানা বিস্ফোরণে আহত ৪ কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে আটক ৩ জামালপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু রাজশাহীর পদ্মায় ডুবে তাবলিগ জামাতের সদস্যের মৃত্যু

সকল