১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু - প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া ও চরপাড়া গ্রামে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সাথে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

যুবকরা হলেন একই উপজেলার কানুটিয়া গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) ও চরপাড়া গ্রামের আকুল শেখের ছেলে উমেদ আলী (২০)।

মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুল ইসলাম বলেন, বিকেলে জমিতে কৃষিকাজ করার সময় আকস্মিকভাবে ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তন্ময় ও উমেদ আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement