২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চুয়াডাঙ্গায় পুলিশের হাতে ভুয়া এসআই আটক

চুয়াডাঙ্গায় পুলিশের হাতে ভুয়া এসআই আটক - নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় সোহেল রানা (২৬) নামে এক ভূয়া পুলিশের উপ-পরিদর্শককে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট চত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা যায়, গত মাসের ২৫ তারিখ কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা এসে হোটেল রয়েল বন্ধু নামের একটি হোটেলে রুম ভাড়া নেন সোহেল রানা। এরপর থেকে বিভিন্ন সময় নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি।

গত শুক্রবার একটি পরিবারের সদস্যদের থেকে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি খোকন ও বাশার নামের দু’জনকে ছাড়িয়ে দেয়ার কথা বলে ছয় হাজার টাকা নেন। তাদেরকে কোর্টে আসতে বলেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা সোমবার কোর্টে এসে ভুয়া এসআই সোহেল রানার সাথে দেখা করেন। এ সময় সোহেলের কথাবার্তায় সন্দেহ হলে তারা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ কোর্ট চত্বর থেকে তাকে আটক করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো কুষ্টিয়ার ছেলে সোহেল রানা। দুপুর ১২টার দিকে কোর্ট চত্বর থেকে তাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার কাছ হতে বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, আদালতের জাল নথি, বেশ কয়েকটি ব্যাংকিং ভিসা কার্ড, দু’টি মোবাইল ও পুলিশের স্টিকার সম্বলিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক সোহেলের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement
চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু

সকল