০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


কুমারখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ

কুমারখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীতে ১৬ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো মামা শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার বিকেলে ভুক্তভোগীর বড় বোন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

শহিদুল ইসলাম উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাওতা গ্রামের আফান ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দর্জি।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ দুপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে বাড়ির বাইরে দেখেন শহিদুল। পরে তাকে নিজ ঘরে নিয়ে যান তিনি। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধীকে ভয়-ভীতি দেখান যেন ঘটনাটি কেউকে না জানান। ঘটনাটি কাউকে না জানাতে ভিকটিমের হাতে দেন ৩০ টাকা। পরে সেখান থেকে পালিয়ে যান শহিদুল। এ ঘটনার পর ভুক্তভোগীর আচরণে সন্দেহ হলে তার বড় বোন তাকে জিঙ্গাসা করেন। একপর্যায়ে ভুক্তভোগী পুরো বিষয়টি খুলে বলেন।

এ ব্যাপারে ভুক্তভোগীর বড় বোন বলেন, ‘আমার বোন বুদ্ধিপ্রতিবন্ধী। সে দুই বছর আমার স্বামীর বাড়িতে থাকে। কাজের জন্য আমি আর আমার স্বামী বাড়ির বাইরে থাকায় চাচাতো মামা শহিদুল আমার বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ধামাচাপা দিতে আমার বোনের হাতে ৩০ টাকা দেয় শহিদুল।’

তিনি আরো বলেন, ‘সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা দায়ের করেছি।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান বলেন, ‘চাচাতো মামা কর্তৃক বুদ্ধিপ্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে : মন্ত্রণালয় দোয়ারাবাজারে শিলাবৃষ্টির তাণ্ডবে টিন ছিদ্র হয়ে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক বসতঘর ‘নির্বাচনে কেন্দ্রে প্রভাব বিস্তার করলে ফৌজধারী অপরাধে মামলা হবে’ সিরাজদিখান থানার ওসিসহ পুলিশের ১২ সদস্যের বিরুদ্ধে মামলা ক্যাম্পবেল-ব্যানেট জুটিতে লড়াইয়ের পুঁজি পেল জিম্বাবুয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের আরো ৮৮ বিজিপি সদস্য ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে স্বামী কারাগারে, ঘরে আত্মহত্যা স্ত্রীর সুন্দরবনের আগুন পুরো নিয়ন্ত্রণে আসেনি, কারণ যেসব প্রতিকূলতা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড়ের সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার ৩১ মে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে : শামসুল ইসলাম

সকল