২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

৪ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

-

বেনাপোল বন্দর দিয়ে চার দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে পুনরায় দুদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজার কারণে ভারতে চার দিন সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।

ভারতের পেট্রাপোল বন্দর স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চক্রবর্ত্তি জানান, দুর্গাপূজার ছুটির কারণে ২৩ তারিখ শুক্রবার থেকে ২৬ অক্টেবর সোমবার পর্যন্ত বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে সব প্রকার আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে আগের নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন জানান, দুর্গাপূজার কারণে চার দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ চার দিন বেনাপোল কাস্টমস হাউসে লোড-আনলোডসহ শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement