০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


চৌগাছায় সড়ক দুর্ঘটনায় অলিম্পিক ফুডের এসআর নিহত, আহত ৪

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় অলিম্পিক ফুডের এসআর নিহত, আহত ৪ - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ভাটার ট্রাকচাপায় রাকিব হাসান (৩০) নামে অলিম্পিক ফুডের এক সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকালে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালিখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের আব্দুর রবের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে অলিম্পিক ফুডের দুই এসআর চৌগাছা থেকে মোটরসাইকেলে করে হাকিমপুর বাজারে অর্ডার কাটতে যাচ্ছিলেন। পথিমধ্যে পাতিবিলা বালিখোলায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইট ভাটার ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসানকে মৃত ঘোষণা করেন।

অপর আরোহী নওয়াব আলী (৩০) আহত হন। তিনি কেশবপুর উপজেলার বাঁকা বরশী নতুন হাট এলাকার জামির আলীর ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

অপর দুর্ঘটনাটি ঘটে সকাল ৯টার দিকে চৌগাছা সরকারি কলেজের সামনে। যশোর থেকে একটি ইজিবাইক চৌগাছা আসার পথে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উল্টে যায়। এ ঘটনায় ইজিবাইকের যাত্রী চৌগাছা পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী ক্যাশিয়ার হাবিবা খাতুন (৪৫), আকিজ গ্রুপের সেলস অফিসার সানী (৩০) ও মহেশপুর উপেজলার আলিশা গ্রামের আলমগীর হোসেন আলেকের স্ত্রী রোজিনা খাতুন (৩৫) আহত হন। তাদেরকে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. লিয়াকত আলী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত নবাবকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি যে সব কারণে করের বোঝা বাড়তে পারে আগামী বাজেটে প্রেসিডেন্ট বাইডেনের ‘জেনোফোবিক’ বক্তব্য নিয়ে ভারত-জাপানের আপত্তি আ’লীগ নেতাকে কটুক্তি, ছাত্রলীগ সভাপতিকে শোকজ ইসরাইলের হামলা অব্যাহত রাখার ঘোষণা, গাজার যুদ্ধবিরতি আলোচনা শেষ সোনা পাচার, ‘অপমানিত’ হয়ে পদত্যাগ আফগান কূটনীতিকের নেপালের নোটে মানচিত্র, ভারতের তীব্র আপত্তি ইনসুলিন দিয়ে ১৭ রোগী হত্যা, মার্কিন নার্সের ৭৬০ বছর কারাদণ্ড গাজায় দেড় লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন

সকল