২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চুয়াডাঙ্গায় ৫ শ’পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এসপি

চুয়াডাঙ্গায় ৫ শ’পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এসপি, - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে অসহায় গরিব দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলার পাঁচটি থানা এলাকায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

জানা গেছে, সরকার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিজের নিজের ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন। তা ছাড়া নিত্যপণ্যের দোকান বাদে সমস্ত কিছু বন্ধ ঘোষণা করেছেন। এমন পরিস্থিতে কর্মবঞ্চিত গরিব, দুস্থ ও অসহায় মানুষরা পড়েছে চরম বিপাকে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি অনুধাবন করে নিজ উদ্যোগে এ কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি পাঁচ শ’ কর্মবঞ্চিত গরিব পরিবারের মধ্যে তিন কেজি চাউল, এক কেজি ডাউল, এক কেজি আলু, এক লিটার সয়াবিন তৈল, পাঁচ শ’ গ্রাম লবন, ২৫০ গ্রাম পিয়াজ, এক শ’ গ্রাম গুড়া হলুদ, এক শ’ গ্রাম কাঁচা মরিচসহ প্রায় সাত কেজি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাসসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement