২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

করোনা আক্রান্ত সন্দেহে দুই নারীকে খুমেক হাসপাতালে ভর্তি

-

করোনা ভাইরাসে সংক্রমিত সন্দেহে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ইউনিটে বুধবার রাতে দুই নারীকে ভর্তি করা হয়েছে। তারা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ও করোনা ম্যানেজমেন্টের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জ্বর ও সর্দি কাশি আক্রান্ত অবস্থায় এক নারীকে তার বান্ধবী হাসপাতালে নিয়ে আসেন। তার সিনড্রোম দেখে বান্ধবীসহ তাকে করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। যেহেতু তারা একত্রে এসেছে তাই দুইজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। ডাক্তাররা তাদের পর্যবেক্ষণ করছেন। তাদের অবস্থা এখন ভালো আছে। যদি খারাপের দিকে যায় তাহলে রক্তের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একজন পুলিশ সদস্য ও সঙ্গে আসা তার বাবাকে খুমেক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তারা এখনও সুস্থ আছে বলে জানিয়েছেন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।


আরো সংবাদ



premium cement