২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ডিলান জয়াসুরিয়াকে আর ডাকবে না সাফ

ডিলান জয়াসুরিয়াকে আর ডাকবে না সাফ - ছবি : সংগৃহীত

১-১০ মার্চ নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৬ মহিলা সাফ। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ সাফে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারতের সাথে স্বাগতিক নেপাল এই আসরের চ্যাম্পিয়ন। অপর দল ভুটান।

চার দলের লিগ পর্ব শেষ পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনালে। তবে কাঠমান্ডুর যে মাঠে খেলা হবে সেখানে ফ্লাড লাইটের ব্যবস্থা নেই। ফলে এবার দিনে একটি করে ম্যাচ। তাই টুর্নামেন্টের দিনের সংখ্যা বেড়েছে। এতে খরচ বাড়লেও তা সমন্বয়ের জন্য এই টুর্নামেন্টে দুই জনের বদলে একজন ম্যাচ কমিশনার রাখা হয়েছে।

তিনি ভুটানের মিন্দু দর্জি। তবে কোনোভাবেই শ্রীলংকার বিতর্কিত ম্যাচ কমিশনার ডিলান জয়াসুরিয়া ডি সিলভাকে ডাকা হবে না। অবশ্য তা আপাতত।

সাফ সূত্রে জানা গেছে তা। উল্লেখ্য, এই লংকান ম্যাচ কমিশনারের হাস্যকর ভুলেই এবার অনূর্ধ্ব-১৯ সাফে যুগ্ম চ্যাম্পিয়নের ঘটনা। চলমান সাডেন ডেথ থামিয়ে তিনি টসে শিরোপা নির্ধারনের সিদ্ধান্ত নেয়ায় যত বিপত্তি। এরপর সেই টস বাতিল করে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা।


আরো সংবাদ



premium cement