২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মেসি-রোনালদোহীন চ্যাম্পিয়ন্স লিগ

নক আউট পর্বেই বিদায় নিয়েছে রোনালদো ও মেসির ক্লাব। - ছবি : সংগৃহীত

একটা সময় ছিল ফাইনালে থাকত মেসি কিংবা রোনালদোর ক্লাব। সময়ের সাথে বদলেছে অনেক কিছু। চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল দূরে থাক, নক আউট পর্বেই বিদায় নিয়েছে মেসি ও রোনালদোর ক্লাব। দুই তারকা ফুটবলারকে ছাড়াই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের বাকি উত্তেজনামূলক ম্যাচগুলো।

কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে নক আউট পর্ব থেকে বিদায় নেয় লিওনেল মেসির পিএসজি। মঙ্গলবার রাতে বিদায় নিয়েছে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।

শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদদেও কাছে ১-০ গোলে হেরেছে ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে অ্যাটলেটিকো। বিদায় রোনালদোদের।

একই দিনে বেনফিকা কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। তারাও অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে। প্রথম লেগের খেলা ২-২ গোলে ড্র হওয়ায় ৩-২ গোল গড় নিয়ে তারা শেষ আটে পৌঁছেছে। এর আগে লিভারপুল, ম্যানেচস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ কোয়ার্টা ফাইনালে উঠে শিরোপা জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছে।

একের পর সাফল্যের পথে যখন নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি হাঁটছে তখন ম্যানইউর পৃথিবী ছোট হয়ে আসছে। মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে হেরে যাওয়ায় এখন তারা শুধু প্রিমিয়ার লিগে টিকে রয়েছে। তবে শিরোপা জয়ের লড়াইয়ে নয়, তাদের লড়াই শেষ চারে টিকে থাকা। তাছাড়া ম্যানইউয়ের ট্রফি খরার মেয়াদ আরো বেড়ে গেলো। প্রিমিয়ার লিগের যে অবস্থা তাতে তাদের শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই। শীর্ষে থাকা ম্যাচসিটি থেকে ২০ পয়েন্ট দূরে রয়েছে তারা। এরই মধ্যে বাদ পড়েছে এফএ কাপ থেকে। ফলে তাদের ট্রফি খরার মেয়াদ বেড়ে পাঁচ বছরে।


আরো সংবাদ



premium cement