২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মেসি প্রচণ্ড ‘অত্যাচারী’ ছিলেন

লিওনেল মেসি - ছবি : সংগৃহীত

লিওনেল মেসিকে প্রচণ্ড অত্যাচারী হিসেবে বর্ণনা করলেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোয়েমান। তার মতে, অনুশীলনেও হারতে রাজি ছিলেন না মেসি। সতীর্থদের থেকে সব সময় সেরাটা আশা করতেন আর্জেন্টিনার তারকা ফুটবলার।

কোয়েমান বলেন, 'মেসির চারপাশে অবশ্যই প্রচুর ভালো ফুটবলার ছিল। তবে আসল তফাৎ গড়ে দিতেন তিনি নিজেই। প্রত্যেক ফুটবলার তাদের সেরাটা দিতে বাধ্য হতো তার জন্য। আমি জানতাম তিনি ভালো ফুটবলার। কিন্তু একজন ফুটবলারের যা জানা উচিত, শেখা উচিত, যেভাবে বল তাড়া করা উচিত, বল ধরা উচিত, সব কিছুতেই মেসিকে ১০-এ ১০ দেয়া যায়। এটা স্বাভাবিক নয়। অনুশীলনের শেষ পর্বে এসে অনেকের একটু আধটু ভুল হতো, কিন্তু মেসি সব সময় নির্ভুল। বাকিদের জন্য অত্যাচারী ছিলেন তিনি।'

মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাওয়াতে ফুটবলাররা কী আর এতটা মন দিয়ে অনুশীলন করেন না? কোয়েমান বলেন, 'মেসি চলে যাওয়াতে কিছুটা পরিবর্তন তো অবশ্যই হয়েছে। আগের দিন অনুশীলনে আনসু ফাতি পর পর তিনটি শট গোলের বাইরে মারে। মেসি থাকলে ভীষণ রেগে যেতেন। ফাতির সাহসই হতো না অমনোযোগী হওয়ার।'

মেসির অভাব টের পাচ্ছে বার্সেলোনা। লা লিগায় আট নম্বরে রয়েছে মেসির পুরনো দল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement