২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ম্যানইউর বিদায়, এফএ কাপের সেমিতে লেস্টার

-

দীর্ঘ বিরতির পর নতুন ইতিহাস লিখল লেস্টার সিটি। প্রবল প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ৩৯ বছর পর এফ এ কাপের সেমিতে নাম লিখিয়েছে দলটি।

ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে রোববার কোয়ার্টার-ফাইনালে ৩-১ গোলে জিতেছে লেস্টার। ১৯৮২ সালের পর প্রথমবার এফএ কাপের শেষ চারে উঠল লেস্টার। ফাইনালে যাওয়ার লড়াইয়ে লেস্টারের প্রতিপক্ষ সাউদাম্পটন।

ঘরের মাঠে ২৪ মিনিটে এগিয়ে যায় লেস্টার সিটি। গোলটি করেন ফরোয়ার্ড ইহেনাচো। ৩৮ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। পগবার পাস পেয়ে শট নেননি ডনি ফন ডি বিক। ১২ গজ দূর থেকে জোরালো শটে জাল কাপান গ্রিনউড (১-১)।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আবার লিড নেয় লেস্টার। গোলটি করেন টিলেমানস। ৫৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হারান জেমি ভার্ডি। গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন তিনি। ৭৮ মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-১ করেন ইহেনাচো।

শেষ অবধি চার দশক পর এফএ কাপের সেমিতে উঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। দিনের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে চেলসি। শেষ চারে তারা খেলবে আগের দিন এভারটনকে হারানো ম্যানচেস্টার সিটির বিপক্ষে।


আরো সংবাদ



premium cement