০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


আসছেন জেমি, উৎফুল্ল পুরো দল

আসছেন জেমি, উৎফুল্ল পুরো দল - ছবি - সংগৃহীত

অবেশেষে করোনামুক্ত বাংলাদেশ কোচ জেমি ডে। গতকাল রাতে তার সর্বশেষ কোভিড-১৯ টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। ফলে আগামীকাল কাতারে আসছেন বাংলাদেশ দলের এই হেড কোচ। এই ইংলিশের আগমনের ফলে খুশির আবহ বইছে পুরো বাংলাদেশ বহরে।

গত দুই সপ্তাহ ধরে হেড কোচ ছাড়া চলছিলেন জামাল ভূঁইয়া আর তপু বর্মণরা। কোচের আগমন এখন লাল সবুজ জার্সিধারীদের জন্য বাড়তি প্রেরণা। একটি দল কোনোভাবেই হেড কোচ ছাড়া চলতে পারে না। সহকারী কোচ দিয়ে কখনো হেড কোচের কাজ চালানো সম্ভব না, তা স্পষ্ট হয়েছে।

জেমি ডে আসছেন এই সংবাদে খুশি বাংলাদেশ স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের বক্তব্য, ‘সবচেয়ে খুশির খবর হেড কোচ জেমি আসছেন কাতারে। তার আগমনে আমাদের মধ্যে ভালো একটি অনুভূতি কাজ করছে ম্যাচে ভালো করার ব্যাপারে।’

উল্লেখ্য, ইনজুরি কাটিয়ে দেরিতে কাতারে আসা জীবন গতকালই দলের সাথে অনুশীলন করেছেন।

সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের মতে, ‘খুবই আনন্দের খবর হলো জেমি আসছেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হেড কোচকে মাঠে থাকতেই হয়।’
ম্যানেজার আমের খান বলেন, ‘জেমি এলে দলে যে অভাবটা আছে সেটা পূর্ণ হবে। তার আগমনটা আনন্দের।’


আরো সংবাদ



premium cement