২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নেইমারের শাস্তি কমলো, তবুও সেটা...

নেইমার জুনিয়র। - ছবি : সংগৃহীত

কমিয়ে আনা হয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমারের চ্যাম্পিয়ন্স লীগে উয়েফা আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ। ম্যাচ কর্মকর্তাদের অপমান করার দায়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ব্রাজিলীয় সুপার স্টার। তবে এর বিরুদ্ধে আপীলে ক্রীড়া বিষয়ক আদালত কোর্ট অব আর্বিট্রেশন (সিএএস) আজ নিষেধাজ্ঞা কমিয়ে তিন থেকে দুই ম্যাচ করার নির্দেশ দিয়েছেন। শাস্তি কমলো, তবুও সেটা শাস্তি। 

এই বার্সেলোনা থেকে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেয়া বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলারের শাস্তি কমলেও আগামীকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে খেলতে পারবেন না। দুই সপ্তহ পর গালাতাসারের বিপক্ষেও অংশ নিতে পারবেননা নেইমার। তবে আগামী ২২ অক্টোবর বেলজিয়ান ক্লাব ব্রুজেসের বিপক্ষে নিষেধাজ্ঞামুক্ত থাকবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএএস জানায়,‘আদালত নেইমার জুনিয়রের উপর উয়েফা আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ তিন থেকে কমিয়ে দুই ম্যাচ করার নির্দেশ দিয়েছে।’

ব্রাজিলীয় ওই তারকা গত মার্চে চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার ক্লাব পিএসজির শেষ ষোলর ম্যাচ পরিচালনায় নিয়োজিত রেফারি ও তার সহকারীদের সমালোচনা করেছিলেন। ইনজুরির কারণে স্ট্যান্ডে বসে খেলাটি উপভোগ করেছিলেন নেইমার, যেখানে তার দল ৩-১ গোলে পরাজিত হয়।

খেলা শেষে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে রেফারিদের সমালোচনা করে নেইমার লিখেছিলেন,‘ এটি কলঙ্কজনক। তারা চারজন জানেইনা টেলিভিশনের সামনে স্লো রিপ্লেতে কিভাবে দেখতে হয়।’ ওই ম্যাচে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন কর্তব্যরত রেফারি।


আরো সংবাদ



premium cement