২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের কাঁঠাল আম পাট ও চামড়াজাত পণ্য চায় চীন

মুক্ত বাণিজ্য চুক্তি সই হচ্ছে খুব শিগগিরই
-


বাংলাদেশ থেকে আম , কাঁঠাল, আলু, পাট ও চামড়াজাত পণ্য নিতে চায় চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে- বাংলাদেশ এসব পণ্য খুব সহজেই চীনে রফতানি করতে পারে।
গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীন দ্বি-পক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের বিষয়ে যৌথভাবে নিজ নিজ দেশের সম্ভাব্যতা সমীক্ষার খসড়া প্রণয়ন করার কথা বলা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় দেশ প্রণীত যৌথ সমীক্ষা প্রতিবেদন বিনিময় করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য অর্জন। এ অর্জন বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি এবং বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি করবে। এর মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রফতানির সময় শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা ২০২৬ সালের পরে কমে যেতে পারে। এর ফলে বাংলাদেশের রফতানি পণ্যকে ওই সব দেশের বাজারে প্রবেশের সময় সাধারণভাবে আরোপিত শুল্কের সম্মুখীন হতে হবে এবং ওই সব দেশে বাংলাদেশের রফতানি বাজার সঙ্কোচনের আশঙ্কা রয়েছে।
কবে নাগাদ এফটিএ সই করা হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো চুক্তি হয়নি। এখন আলোচনা শুরু হবে। আগামী তিন বছরের মধ্যে চুক্তি সম্পন্ন করতে পারলে ভালো। যদি না হয়, তারপরও আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। তবে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যেন বাংলাদেশকে এলডিসি সুবিধাগুলো দেয়া হয় সে জন্য অনুরোধ জানানো হবে।

এফটিএ সই হলে বাংলাদেশ কতটা সুবিধা পাবে, জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, আমাদের প্রধান রফতানি পণ্য গার্মেন্টের বাইরে আরো কিছু পণ্য আছে। চীনা রাষ্ট্রদূত বলছিলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের আম, পাটজাত পণ্য ও হস্তশিল্পের অনেক সম্ভাবনা আছে।
তিনি বলেন, এর বাইরে আরো পণ্য আছে। আমরা এরই মধ্যে চামড়া রফতানি করছি। আমরা কোয়ালিটি-সম্পন্ন চামড়াজাত পণ্য রফতানি করতে পারি। চীনে ১৪০ কোটি মানুষ। সেখানে যদি আমরা বৈচিত্র্যময় পণ্য নিয়ে যেতে পারি তবে সেটি হবে বিরাট বাজার। এ ছাড়া চুক্তি হয়ে গেলে বিনিয়োগ বাড়ারও সম্ভাবনা রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে চীনের বড় বিনিয়োগ রয়েছে। এখন চীন বাংলাদেশে বৃহৎ বিনিয়োগকারী দ্বিতীয় দেশ। এফটিএ সই হওয়ার পর বিনিয়োগ আরো বাড়বে। বাংলাদেশ চীনে আম, কাঁঠাল, আলু, পাট ও চামড়াজাত পণ্য রফতানি করতে পারে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে বাংলাদেশের রফতানি বাজার সংরক্ষণ এবং সম্প্রসারণে বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যেই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ ও ট্রেড ব্লকের সাথে আঞ্চলিক বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ নিয়েছে।
চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ এবং এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। চীন বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি বাণিজ্য সম্ভাবনাময় এলাকা।

অনুষ্ঠানে আরো জানানো হয়, পণ্য ছাড়াও সেবা ও বিনিয়োগ খাতেও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, এফটিএ সইয়ের বিষয়ে ২০১৬ সালের ১৪-১৫ অক্টোবর চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরকালে বাংলাদেশ-চীনের মধ্যে যৌথ সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত সমঝোতাস্মারক সই করা হয়। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে উভয় দেশের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা সংক্রান্ত দল (ওয়ার্কিং গ্রুপ) গঠন করা হয়। এ পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০-২১ জুন সময়ে চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ-চীন সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে যৌথ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে করোনা অতিমারীর কারণে এ বিষয়ে অগ্রগতি না হলেও উভয় দেশ যৌথ সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের নিজ নিজ অংশ প্রস্তুত করে।

 


আরো সংবাদ



premium cement
ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা গাজীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও গুচ্ছ ভর্তি পরীক্ষা : ১ মে ‘এ' ইউনিটের ফল, ১ আগস্টে ক্লাস শুরু শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেকজন রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক

সকল