২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ফাইজার-মডার্নার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর : গবেষণা

-

করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) গবেষণায় এমন তথ্য এসেছে। এই দুই টিকার বুস্টার ডোজ ওমিক্রন স্ট্রেইনের বিরুদ্ধে কতটুকু কার্যকরী তা নিয়ে সম্প্রতি গবেষণা চালায় সিডিসি। বিবিসির এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।
গবেষণার ফলাফলে দেখা গেছে মডার্না ও ফাইজারের বুস্টার ডোজ অধিক কার্যকরী। হাসপাতালে ভর্তি হওয়া প্রতিরোধে কার্যকর প্রমাণ পাওয়া গেছে বলে দাবি মার্কিন প্রতিষ্ঠানটির। গবেষণার অন্যতম সদস্য সিডিসির এমা অ্যাকরসি। শুক্রবার এ বিষয়ে তিনি বলেন, আমেরিকানদের অবশ্যই বুস্টার ডোজ নেয়া উচিত। যদি আগের দুই ডোজ নেয়ার পাঁচ মাস অতিবাহিত হয়ে থাকে। কিন্তু লাখ লাখ মার্কিনিকে দেখা যাচ্ছে যে, যারা বুস্টার নেয়ার যোগ্য তাদেরকে এখনো নিতে দেখা যায়নি। গবেষণায় দেখা গেছে, ফাইজার অথবা মডার্নার তিন ডোজ টিকা নেয়ার পর করোনার বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষার প্রমাণ মেলেছে। সিডিসির গবেষকদের নেতৃত্বে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল তৃতীয় গবেষণাটি প্রকাশ করেছে।
সিডিসির সমীক্ষায় দেখা গেছে, ফাইজার অথবা মডার্নার প্রথম দুই ডোজ টিকা নেয়াদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত ৯০ শতাংশ সুরক্ষা দেয়। পরবর্তীতে তা ৮১ শতাংশে নেমে আসে। তবে করোনার তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার নেয়ায় হাসপাতালে ভর্তির বিরুদ্ধে কার্যকারিতা বেড়ে ৯৪ শতাংশে পৌঁছায়। ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও দেখা গেছে, বুস্টার ডোজ নেয়ার দুই সপ্তাহ ব্যবধানে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকরের প্রমাণ পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যের হাসপাতালের ৮৮ হাজার লোকের ভর্তির তথ্যের ওপর যাচাই করে এই গবেষণা চালিয়েছে সিডিসি।
প্রথমবারের মতো লকডাউনে কিরিবাতি : ওশেনিয়া মহাদেশের সার্বভৌম এক দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিতি কিরিবাতি। সম্প্রতি ফিজি থেকে আগত ৫৪ যাত্রীর মধ্যে পরীক্ষায় ৩৬ জনেরই করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় সংক্রমণের বিস্তার ঠেকাতে প্রথমবারের মতো লকডাউনে গেছে কিরিবাতি।
গত সপ্তাহে দেশটিতে মাত্র দু’জন করোনাভাইরাসের শনাক্ত হন। কিরিবাতি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর মধ্যে একটি। নিকটতম মহাদেশ উত্তর আমেরিকা থেকে ৫ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটি। দেশটিতে এক লাখ ২০ হাজার মানুষের বসবাস।
ভারতে সংক্রমণের হার কমেছে : করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। গেল কয়েক দিনের তাণ্ডবের পর দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৮৮ জন। আর সংক্রমণের হার নেমে এসেছে ১৭ দশমিক ২২ শতাংশে।
এ দিকে দেশটিতে এ মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর হিসাবে শীর্ষ ১০ রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ টিকাকরণে রাজ্যটি এখনো বেশ পিছিয়ে, বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের আগ্রহ তেমন নেই বললেই চলে। দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে করোনা টিকাকরণে ভারতে সবার পেছনে পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে মাত্র ৫৩ শতাংশ কিশোর-কিশোরীর টিকাকরণ হয়েছে। একই সাথে নাম রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগরহাভেলির। ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণে সবার ওপরে নাম রয়েছে অন্ধ্রপ্রদেশের। সেখানে ৯১ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।
বেশির ভাগ বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা আয়ারল্যান্ডে : করোনার সংক্রমণ কমে আসায় আরোপিত বিধিনিষেধের বেশির ভাগ তুলে নিচ্ছে আইরিশ সরকার। দেশটির প্রধানমন্ত্রী মিশেল মার্টিন ঘোষণায় জানিয়েছেন, শনিবার থেকে আয়ারল্যান্ডে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গত সপ্তাহে ইউরোপে সর্বোচ্চ করোনা আক্রান্তের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডের অবস্থান ছিল দ্বিতীয়। সংক্রমিত হয়ে অনেককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সম্প্রতি সংক্রমণ কিছুটা কমে আসায় বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মিশেল মার্টিন।

 


আরো সংবাদ



premium cement