২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সৌদি আরবকে ফ্লাইট বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ

দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
-

আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের দ্রুততম সময়ে কর্মস্থলে যোগ দেয়ার সুবিধার্থে দুই দেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটের সংখ্যা বাড়াতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সাউদকে অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। তিনি একইসাথে ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়ার আহ্বান জানান।
গতকাল রোববার বিকেলে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফানালাপে ড. মোমেন এ অনুরোধ জানান। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তবে করোনা মহামারীর কারণে দুই দেশের মধ্যে প্রায় ছয় মাস বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এবং অনেকের ভিসা ও ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ শেষ হয়ে আসায় সম্ভব স্বল্পতম সময়ে সৌদি আরব যেতে চান বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী। টিকিটের দাবিতে গত বেশ কয়েকদিন ধরে তারা রাজধানীর সাউদিয়া এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে ভিড় করছেন। প্রবাসীরা এ জন্য বিক্ষোভ ও সড়ক অবরোধও করেছেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপকালে ড. মোমেন বাংলাদেশী কর্মীদের ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
সাউদিয়া এয়ারলাইন্স বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট না পেয়ে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের ভিসা এবং ইকামার মেয়াদ বিনা খরচে আরো তিন মাস বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে গত মঙ্গলবার অনুরোধ করেছিল রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এর পরদিনই সৌদি আরব এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়। গতকাল থেকে ভিসার মেয়াদ বাড়ানোর কাজ শুরু করেছে সৌদি দূতাবাস। তবে এর আবেদন দূতাবাস সরাসরি নিচ্ছে না। এ জন্য স্বীকৃত এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করার জন্য দূতাবাস থেকে বলা হয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে বাংলাদেশী কর্মীদের ইকামার মেয়াদ আরবি সফর মাস পর্যন্ত বৈধ থাকবে। এর পরও প্রয়োজন হলে এর বৈধতা বাড়ানো হবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি আরবে অবতরণের অনুমতি না দেয়ায় সাউদিয়া এয়ারলাইন্সকেও ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি দেয়া হচ্ছিল না। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন জানান, সৌদি কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অবতরণের অনুমতি দিয়েছে। বাংলাদেশও সাউদিয়া এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর ফলে দুই এয়ারলাইন্সের ফ্লাইট শিগগির চালু হবে।
আগামী ১ অক্টোবর থেকে রিয়াদ ও জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। তবে গত মার্চে রিটার্ন টিকিট নিয়ে রাখা যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান। সাউদিয়াও টিকিট বিক্রি ও বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।


আরো সংবাদ



premium cement
যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’ রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না

সকল