০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


আচমকা পদত্যাগ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার - ছবি : সংগৃহীত

পদত্যাগ করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। বুধবার ভারাদকার ঘোষণা করেন, তিনি শাসক ফাইন গেল দলের নেতার পদ থেকে পদত্যাগ করছেন। পাশাপাশি উত্তরসূরি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্বও ত্যাগ করবেন ঘোষণা করেছেন তিনি।

রাজধানী ডাবলিনে সাংবাদিকদের বলেন, আমি ফাইন গেলের সভাপতিত্ব ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি। আমার উত্তরসূরি ওই পদটি গ্রহণ করতে সক্ষম হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করব। সঙ্গেই জানান, এটি তার পদত্যাগ করার সঠিক সময় এবং তার সিদ্ধান্তের পিছনে কোনো প্রকৃত কারণ নেই। তার কোনো নির্দিষ্ট ব্যক্তিগত বা রাজনৈতিক পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।

তিনি জানান, তার পদত্যাগের কারণ কিছুটা ব্যক্তিগত ও কিছুটা রাজনৈতিক। তবে রাজনৈতিক কারণটিই আসল। আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, 'আমি বিশ্বাস করি আমার দল আবারও বিজয়ী হবে।'
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement