২৫ মে ২০২৪, ১১ জৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলকদ ১৪৪৫
`

ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত

যুদ্ধে ধ্বংস রাশিয়ার এক সাঁজোয়া যান - ছবি : সংগৃহীত

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ২০ দিনে ১৩ হাজার আট শ’ সৈন্য হারিয়েছে রাশিয়া। বুধবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক বার্তায় এই দাবি জানায়।

ফেসবুক পোস্টে একইসাথে চার শ’ ৩০ রুশ ট্যাঙ্ক, এক হাজার তিন শ’ ৭৫ সাঁজোয়া যান, এক শ’ ৯০ ইউনিট গোলান্দাজ ব্যবস্থা, ৭০টি মাল্টি লাঞ্চড রকেট সিস্টেম, ৮৪টি বিমান, এক শ’ আটটি হেলিকপ্টার, আট শ’ নয়টি গাড়ি, তিনটি নৌযান ও ১১টি ড্রোন ধ্বংসের দাবি করা হয়।

ফেসবুক পোস্টে আরো বলা হয়, রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির এই পরিমাণ ‘ধারণা করে নেয়া’ এবং যুদ্ধের প্রচণ্ড তীব্রতায় তা নিশ্চিত করা ’জটিল’।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘রাশিয়াকে থামান। দখলদারকে পরাজিত করুন। ঐক্যবদ্ধ হলে আমরাই জিতবো।’

তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনের পক্ষ থেকে রুশ সৈন্য হতাহতের তথ্য জানানো হলেও তাদের নিজেদের হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে? রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দারাবাদ রাফা অভিযান বন্ধে আইসিজের আদেশের কয়েক মিনিট পরই হামলা ইসরাইলের এস্তোনিয়া সীমান্ত চিহ্ন বয়া রাশিয়ার অপসারণ ‘অগ্রহণযোগ্য’ : ইইউ রাফায় হামলা বন্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা জৈন্তাপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত আগামী বছর এসএসসি পরীক্ষা নতুন নিয়মে হবে : শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির ৪ প্রকল্প উদ্বোধন আজ জাতীয় প্রেস ক্লাবে ইনসাফ বারাকাহর বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষকসঙ্কটে জর্জরিত জবির নতুন বিভাগগুলো প্রতিবন্ধীদের ভাতার টাকা সমাজসেবার ২ কর্মকর্তার পকেটে!

সকল