২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নারী দিবসে সম্মাননায় ভূষিত হলেন তারা

নারী দিবসে সম্মাননায় ভূষিত হলেন তারা -

গত ৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। নারী দিবসকে কেন্দ্র করে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে স্টারপ্লাস কমিউনিকেসন আয়োজিত ‘বিশেষ নারী সম্মাননা ২০২৪’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং বিশেষ অতিথি ছিলেন ‘পুলম্যান গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রাশেদুর রহমান চঞ্চল। অনুষ্ঠানে স্বপ্ন জয়ী ১০ জন নারীর হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠান সভাপতি। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘স্টারপ্লাস কমিউনিকেসন’র পরিচালক নাজমুল খান। পুরো অনুষ্ঠানটি এক অন্যরকম ছন্দ পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দীপ্তি চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায়। দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার হাতে অনুষ্ঠানের শুরুতেই ‘বিশেষ সম্মাননা’ তুলে দেন রুনা লায়লা। এরপর আরো নয়টি বিভাগে নারীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অভিনয়ে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও পরিচালক রুমানা রশীদ ঈশিতার হাতে এবং নৃত্যে বিশেষ অবদানের জন্য অভিনেত্রী, নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের হাতে ‘বিশেষ নারী সম্মাননা ২০২৪’ তুলে দেয়া হয়। এ ছাড়াও বাংলাদেশের কিংবদন্তি নায়ক সোহেল রানার স্ত্রী অধ্যাপক ডা: জিনাত বেগমের হাতেও এই সম্মানা তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি ফেরদৌস ওয়াহিদ ও অনুষ্ঠানের বিশেষ অতিথি রুনা লায়লার হাতে ‘বিশেষ নারী সম্মাননা ক্রেস্ট’ তুলে দেন। ফেরদৌস আরা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘সব নারীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। বিশেষত আজ যারা এমন বিশেষ আয়োজনে সম্মাননা পেলেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় রুনা আপার হাত থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করতে পেরে আমি সত্যিই ভীষণ খুশি। ধন্যবাদ আয়োজকদের।’ ঈশিতা বলেন, ‘ভুল না করে থাকলে রুনা আপার হাত থেকে এটিই আমার কাজের স্বীকৃতিস্বরূপ কোনো সম্মাননা গ্রহণ করা। তাই বিশেষ এই মুহূর্তটি আমার স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ কৃতজ্ঞতা রেজা ভাইসহ নেপথ্যে যারা ছিলেন।’


আরো সংবাদ



premium cement