২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আবুল হায়াতের নির্দেশনায় শাহেদ-মম

আবুল হায়াতের নির্দেশনায় শাহেদ-মম -

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যনির্দেশক, রচয়িতা আবুল হায়াত চ্যানেল আইতে প্রচারের জন্য একটি নাটক নির্মাণ করেছেন। নাটকের গল্পের প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। এরই মধ্যে রাজধানীর অদূরে ‘নক্ষত্র বাড়ি’ রিসোর্টে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে শাহেদ শরীফ খান ছাড়াও আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আব্দুল বারী, শেলী আহসানসহ আরো বেশ কয়েকজন। নাটকের নাম ‘শিলা বৃষ্টির শরবত’। নাটকটির গল্প মরহুম রাবেয়া খাতুনের। চিত্রনাট্য ও পরিচালনায় আবুল হায়াতের। আবুল হায়াত বলেন, ‘বিশেষ বিশেষ উৎসবকে কেন্দ্র করেই আমার নাটক নির্মাণ করা হয়ে থাকে। আর আমার বেশির ভাগ নাটকই নির্মিত হয়ে থাকে চ্যানেল আই’তে প্রচারের জন্য। যথারীতি রাবেয়া খাতুন আপার গল্প নিয়েই এবারের নাটক নির্মাণ। গল্পটা একেবারেই অন্যরকম। আমার ভালো লেগেছে বিধায় আমি আমার মতো করে চিত্রনাট্য করে নাটকটি নির্মাণ করেছি। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই মন দিয়ে কাজটি করেছেন। প্রধান দু’টি চরিত্রে শাহেদ এবং মম চমৎকার অভিনয় করেছে। সত্যি বলতে কী শাহেদ’তো আগে থেকেই অভিনয়ে বেশ চমৎকার। আমার নাটকে কাজ করার সময় সে যেন আরো বেশি সিরিয়াস থাকে। পাশাপাশি আমাকে সহযোগিতাও করে। আর মম গুণী অভিনয়শিল্পী। মন দিয়ে চরিত্রে ডুবে থেকে কাজটি করার চেষ্টা করে। যথারীতি এ নাটকেও তাই করেছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’


আরো সংবাদ



premium cement