৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


রোজীই প্রথম

-

টিভি পর্দায় রোজী সেলিমকে দর্শক প্রথম দেখেছিলেন একটি তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে। টিভি নাটকে অভিনয় করার আগেই দর্শক ১৯৯০ সালে বিটিভিতে তেলের সেই বিজ্ঞাপনে রোজীকে প্রথম দেখেন। এরপর বহু নাটকে, সিনেমায় অভিনয় করলেও পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তবে বাংলাদেশে এবারই প্রথম পাকস্থলীর এসিড নাশক ওষুধ ইনুর প্রচারে বিজ্ঞাপন নির্মিত হলো। আর এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন রোজী সেলিম। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সামীউল সামি। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে রোজী সেলিম বলেন, ‘গত মাসেও একটি বড় প্রতিষ্ঠানের চুলার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। কিন্তু আমার কাছে ইনুর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে ভীষণ ভালো লেগেছে। কারণ রানআউট থেকে বেরিয়ে সামীউল সামি ও তার টিম এবারই প্রথম একটি বিজ্ঞাপন করেছে। যে কারণে কাজের প্রতি তাদের ডেডিকেসন এবং আমাকে নিয়ে কাজ করায় তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখেছি, তা আমাকে মুগ্ধ করেছে। ছোট ছোট বাচ্চারা কম বাজেটের মধ্যেও কত হাসিখুশি থেকে যে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে সেটা সত্যিই আমাকে আনন্দ দিয়েছে। কারণ আমি ওদের কাজটি বেশ আগ্রহ নিয়েই করে দিয়েছি। ডাবিং করার সময় বিজ্ঞাপনটি দেখেছি। আমার কাছে ভালো লেগেছে।’ রোজী সেলিম জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এ দিকে গতকাল থেকে রোজী সেলিম নেয়ামুলের ‘হাওয়াই মেঠাই’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন আবারো। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই ধারাবাহিকের শুটিংসহ আকাশ রঞ্জনের ‘বউ শাশুড়ি’ ও দীপ্ত টিভির ‘মান অভিমান’ ধারাবাহিকে অভিনয় করবেন।


আরো সংবাদ



premium cement