১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


অভিনয়েও মুগ্ধতা ছড়ালেন লুইপা

-

গত ১৭ নভেম্বর রুনা লায়লার সুরে জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘এই দেখা শেষ দেখা’ গানটি। লিখেছেন বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন রুনা লায়লা। সঙ্গীতায়োজন করেছেন লন্ডনের রাজা ক্যাশেফ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রকাশের প্রথম দিন থেকে রুনা লায়লার সুরে অসাধারণ গায়কী এবং মিউজিক ভিডিওতে আবেগঘন দৃশ্যে ল্ইুপা তার অনবদ্য অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসিত হন। এখন পর্যন্ত গানটি উপভোগ করেছেন ৩০ হাজারেরও বেশি ভিউয়ার্স। রুনা লায়লার সুরে যখন পাঁচটি গান নিয়ে এই প্রজেক্টের কাজ শুরু হয় তখন রুনা লায়লার প্রথম পছন্দ ছিল লুইপা। কারণ লুইপার কণ্ঠে রুনা লায়লা তখন বেগম আখতারের গাওয়া ‘জোছনা করেছেন আঁড়ি’ গানটি শুনে মুগ্ধ হয়েছিলেন। তখন থেকেই রুনা লায়লার পরিকল্পনা ছিল যে, লুইপাকে দিয়ে একটি গান করাবেন তিনি। সেই ভাবনা থেকেই মূলত লুইপাকে দিয়ে ‘এই দেখা শেষ দেখা’ গানটি করানো হয়। লুইপার গায়কীতে ভীষণ মুগ্ধ হন রুনা লায়লা। গানটির সাড়া পাওয়া প্রসঙ্গে লুইপা বলেন, ‘অবশ্যই কৃতজ্ঞতা শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের প্রতি। কারণ তার আগ্রহের কারণেই এই গান আমার কণ্ঠে স্থান পেলো। তিনি স্নেহ করে ভালোবেসে এই গান উপহার দিয়েছেন। তার সুরে গাইতে পেরেছি এর চেয়ে বড় পাওয়া এক জীবনে আর কী-ই বা হতে পারে। সৌভাগ্য যে রুনা লায়লা ম্যাডামের জন্মদিনে তারই সুর করা গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পেরেছি। গানটির জন্য প্রতিনিয়তই আমি বেশ সাড়া পাচ্ছি।


আরো সংবাদ



premium cement