২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


‘কালা পাখি’তে কণ্ঠ দিলেন সালমা

‘কালা পাখি’তে কণ্ঠ দিলেন সালমা -

বাংলাদেশে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা তার স্বামী সন্তানের সঙ্গে এরই মধ্যে লন্ডনে পৌঁছেছেন। তবে যাবার আগে সালমা ‘কালা পাখি’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়ে গেছেন। গানটি লিখেছেন আশিক বন্ধু, সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। রাজধানীর মগবাজারস্থ সুমন কল্যাণের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে বলে জানান সালমা। গানের কথা ঠিক এমন, ‘সাদা মুখ কালা কইরা বন্ধু দেখায় গোস্সা, আমি নাকি কালা পাখি বন্ধু হইলো ফর্সা’। এমন ভিন্নরকমের গীতিকবিতার গানটি গেয়ে ভীষণ উচ্ছ্বসিত সালমা। সালমা বলেন, ‘এর আগেও আমি আশিক বন্ধু ভাইয়ের গীতিকবিতায় গান গেয়েছি। তবে এই গানের কথা তার লেখা বিগত গানের চেয়ে একটু অন্যরকম। যে কারণে গানটি গাওয়ার পরই আমার মৌলিক গানের মধ্যে আরো এক প্রিয় গানে রূপান্তরিত হয়েছে এই গান। কেন জানি মনে হচ্ছে এই গানটি প্রকাশের পর শ্রোতা দর্শকের মনে জায়গা করে নেবে। আগামী দিনে স্টেজ শো’তেও দর্শক এই গানের জন্য অনুরোধ করবেন গাইবার জন্য এমন বিশ^াসও আমার মনের মধ্যে সৃষ্টি হয়েছে। সত্যি বলতে কি গানের কথা ও সুর মিলিয়ে যখন কোনো ভালো গান তৈরি হয় তখন শিল্পী নিজেও তা অনুভব করতে পারে যে গানটির ভবিষ্যৎ কী। এই গান শ্রোতা দর্শকের মনে গেঁথে যাবে বলেই আমার বিশ^াস। ধন্যবাদ সুমন কল্যাণ দাদাকে এত চমৎকার সুর সঙ্গীত করার জন্য।’


আরো সংবাদ



premium cement