২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


সাগরের ‘অবদান’এ ভিন্ন এক বাবু

-

ফজলুর রহমান বাবু, বাংলাদেশে টিভি নাটকের এবং সিনেমার এমন একজন অভিনেতা কিছু কিছু চরিত্রে নাটক সিনেমার পরিচালকেরা তার বিকল্প কাউকেই ভাবতে চান না। ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে বাবু এমনই অভিনয় করেছেন যাতে সেসব চরিত্রে তার বিকল্প কাউকে ভাবার সুযোগ রাখা যায় না। ঠিক তেমনি বিকল্প ভাবেননি নির্মাতা এস এম কামরুজ্জামান সাগর। বাবুকে নিয়ে নির্মাতা সাগর নির্মাণ করেছেন বিশেষ কাহিনীচিত্র ‘অবদান’। আগামীকাল ২৫ সেপ্টেম্বর বিকেল ৩.০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘সাগরের নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। ভীষণ যতœ নিয়ে অবদান কাহিনীচিত্রের বিষয়বস্তু যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছে সাগর। যিনি এটি রচনা করেছেন অনেক যতœ নিয়েই তা রচনা করেছেন। এক কথায় অসাধারণ একটি স্ক্রিপ্ট, চমৎকার সংলাপ। অভিনয় করতে গিয়ে আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। কারণ আমরা সাধারণত ভাবি যে যারা বিদেশে থাকে তাদের হয়তো অনেক টাকা থাকে। দেশের ফেরার পর যে তাদের অর্থনৈতিক অবস্থা যে ভালো থাকে না, শূন্য হাতে যে দেশে ফিরে সেটা তার আশপাশের লোকজন মানতে চায় না, বুঝতে চায় না। একটি বাস্তব বিষয় সাগর তুলে ধরার চেষ্টা করেছেন। আমার বিশ^াস কাহিনীচিত্রটি দর্শকের ভালো লাগবে।’ কাহিনীচিত্রটি রচনা করেছেন পাপ্পুরাজ। প্রযোজনা করেছেন ১৯৫২ এন্টারটেইনম্যান্ট লি.’র কর্ণধার সাজু মুনতাসির। এতে অভিনয় করেছেন তারা হলেন সাইকা আহমেদ, শিবলী, গাজী ফারুকসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন নাট্যনির্মাতা নিয়াজ মাহবুব। এ দিকে ফজলুর রহমান বাবু এখনো অভিনয়ে আগের মতো নিয়মিত হননি। একটু বুঝে শুনে তিনি কাজ করছেন বলে জানালেন। সপ্তাহে দু’দিন আপাতত শুটিং করবেন বলে জানান। কারণ করোনার আতঙ্ক রয়েই গেছে। তাই সেই আতঙ্ক পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত শুটিং-এ আগের মতো নিয়মিত হবেন না তিনি।


আরো সংবাদ



premium cement