১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


মাসুম-মিলির একসাথে পথচলার চার দশক

-

নাট্যাঙ্গনের এই সময়ের প্রিয় দুই মুখের নাম মাসুম বাশার ও মিলি বাশার। বিগত বেশ কয়েক বছর ধরে টিভি নাটকে বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করে দু’জনই বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। যে কারণে টিভি নাটকে বা টেলিফিল্মে এখন তাদের দু’জনকেই বাবা-মায়ের ভূমিকায় বেশ ব্যস্ত সময় পার করতে হয়। বাস্তব জীবনে মাসুম বাশার ও মিলি বাশার সুখী দম্পতি। তাদের দুই মেয়ে নাবিলা বাশার ও নাজিবা বাশার। ছোট মেয়ে নাজিবা বাশারও অভিনয়ের সাথে সম্পৃক্ত। মাসুম ও মিলির অভিনয়ের দুনিয়ায় মূলত পথচলা শুরু হয় ঢাকা থিয়েটারে কাজ করার মধ্য দিয়ে। ১৯৭৪ সালের শেষ দিকে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘মুনতাসির ফ্যান্টাসি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে মাসুমের দাপুটে পদচারণা শুরু হয়। অন্য দিকে, ১৯৭৯ সালে মিলির ‘শকুন্তলা’ নাটকে একই পরিচালকের নির্দেশনায় অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়। এক সাথে পথ চলতে চলতে ভালোলাগা আর ভালোবাসার এক খাঁটি বন্ধন তৈরি হয় মাসুম ও মিলির মধ্যে। পরবর্তীতে ১৯৮২ সালের ৩০ জুলাই তারা বিয়ে করেন। একসময় দেশের বাইরেও দীর্ঘ দিন কাটান এই তারকা পরিবার। কয়েক বছর আগে দেশে ফিরে মাসুম ও মিলি আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেন। টেলিভিশনে মাসুম ও মিলি প্রথম একসাথে কাজ করেন মাতিয়া বানু শুকুর নির্দেশনায় ‘আগুন আল্পনা’ ধারাবাহিকে। এরপর তারা দু’জন একসাথে চ্যানেল আইয়ে প্রচার চলতি ‘প্রিয় দিন প্রিয় রাত’, এজাজ মুন্নার নতুন ধারাবাহিক ‘শহর আলী’সহ ইমরাউল রাফাত, আশফাক নিপুণ, মেহেদী হাসান জনিসহ আরো বেশ কয়েকজন পরিচালকের একক নাটকেও অভিনয় করেন। সিনেমায়ও তারা দু’জন এক সাথে অভিনয় করেছেন। মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়াও তারা দু’জন প্রয়াত সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’, তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমায়ও অভিনয় করেছেন। দুটি বিজ্ঞাপনেও এক সাথে মডেল হিসেবে কাজ করেছেন তারা দু’জন। অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়ে দু’জনই সন্তুষ্ট। মাসুম বাশার বলেন, ‘অভিনয়টা আমি দারুণ উপভোগ করি সবসময়। অভিনয় করলেই আমি সুস্থ থাকি, ভালো থাকি। তবে কিছু কিছু পরিচালক আছেন, কাজ করিয়ে পারিশ্রমিক নিয়ে নানান তালবাহানা করেন। অভিনয় শিল্পী সঙ্ঘ, ডিরেক্টরস গিল্ড, প্রযোজক সমিতির শিল্পী ও পরিচালকদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট বিষয়টির দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।’ মিলি বাশার বলেন, ‘দেখতে দেখতে জীবন থেকে অনেকটা সময়ই চলে গেছে। এখন অভিনয় করতেই বেশি ভালো লাগে। পরিবারের সবাইকে নিয়ে অভিনয়, পরিবারের সবার সাথে ভালোভাবে থাকতে চাই। আরেকটি কথা না বললেই নয়, আমার অভিনয় জীবনের চলার পথে অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে আমার স্বামী মাসুম বাশার। তার সুস্থতা কামনা করি সবসময়।’


আরো সংবাদ



premium cement