বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
- বরিশাল ব্যুরো
- ১২ মে ২০২৪, ১৪:২০
এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ১৪৫ জন। গত বছর যা ছিল ছয় হাজার ৩১১ জন।
রোববার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি বলেন, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন। আর বহিষ্কার হয়েছে ৫১ জন।
তিনি জানান, বিভাগের ছয় জেলার মধ্যে এ বছর এক হাজার ৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এর মধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাসের হারের সাথে সাথে এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা