২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


এলাকার দর্শকের সাথে ‘কাজল রেখা’ দেখবেন মন্দিরা

-

গত ঈদে মুক্তি পেয়েছিল নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমাটি। সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে একজন নবাগত নায়িকা হিসেবে বেশ আলোচনায় চলে আসেন মন্দিরা চক্রবর্তী। তবে মন্দিরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার নিজ এলাকা খুলনায় সিনেমাটি মুক্তির। অবশেষে আজ খুলনার ঐতিহ্যবাহী সিনেমা হল ‘লিবার্টি’ ও ‘শঙ্খ’তে মুক্তি পাচ্ছে কাজল রেখা। এ কারণে ভীষণ উচ্ছ্বসিত মন্দিরা। মন্দিরার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর থানার পাশে। মন্দিরা জানান, শিগগিরই খুলনায় যাবেন তিনি তার নিজ এলাকার দর্শকের সাথে বসে সিনেমাটি উপভোগ করার জন্য। মন্দিরা বলেন, ‘দর্শকরা এরই মধ্যে কাজল রেখা সিনেমাটি উপভোগ করে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। দর্শকের ভালোবাসায় আমি সিক্ত। কিন্তু আমি সত্যিই মন থেকে ভীষণ অপেক্ষায় ছিলাম কবে আমার এলাকায় আমার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পাবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো আজ। এরই মধ্যে খুলনায় যাওয়ার জন্য আমার বন্ধু-বান্ধব আত্মীয়রা ভীষণ রকমভাবে চাইছেন। আমাদের কাজল রেখা টিমেরও ইচ্ছে আছে খুলনায় যাওয়ার। আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি যে, কবে নাগাদ খুলনায় যাব। তবে দু’-তিন দিনের মধ্যেই খুলনায় যাব। লিবার্টিতে এক শোতে এবং শঙ্খতে আরেক শোতে আমার নিজের এলাকার সিনেমাপ্রেমী দর্শকের সাথে বসে সিনেমাটি উপভোগ করব। আশা করছি সবার সাথে দেখা হবে।’ এদিকে মন্দিরা চক্রবর্তী তার দ্বিতীয় সিনেমার ‘নীল চক্র’ কাজ এরই মধ্যে শেষ করেছেন।


আরো সংবাদ



premium cement
টি স্পোর্টস-জি টিভি নয়, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ সরাসরি দেখাবে অন্য চ্যানেল ইরানের নিহত পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যা জানা যাচ্ছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে জাতিসঙ্ঘ মহাসচিবের শোক বিবিএসের ঘোষণা : চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮২ শতাংশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের নজর রাখবে পাশ্চাত্যের দেশগুলো ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ

সকল