২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


টিভি শো স্টেজ শোতে কাটছে সময় অনন্যার

-

খুদে গানরাজ-খ্যাত সঙ্গীতশিল্পী অনন্যা আচার্য্য। এই বড় বেলায় এসে তার কণ্ঠ এখন অনেক পরিণত। যারা একবার কোনো আয়োজনে অনন্যার কণ্ঠে গান শুনেছেন তারা বুঝতে পারেন কত ভালো গান তিনি গান। চলতে ফিরতে খুব সাধারণ জীবন যাপন করা এই শিল্পী অনেকটা কোনো রকম আওয়াজ ছাড়াই নিজের কাজটুকু অর্থাৎ গান গেয়ে যাচ্ছেন নিয়মিত। ক’দিন আগেই তিনি বৈশাখী টিভির ‘বৈশাখী ফোক’ অনুষ্ঠানে গান গেয়েছেন। আবার এরই মধ্যে রাজধানীর গলফ ক্লাবে একটি অনুষ্ঠানে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। এরই মধ্যে দীপ্ত টিভিতে দীপ্ত প্রভাতীতে শিক্ষক জাহিদুল কবিরের সাথে অতিথি হয়ে উপস্থিত ছিলেন। কথা বলেছেন গানের বিষয়ে। অর্থাৎ নিয়মিতই স্টেজ শো ও টিভি শোতে সময় কাটছে অনন্যার। গত ঈদে বিটিভিতে ‘হিজল তমাল’ অনুষ্ঠানেও তাকে সঙ্গীত পরিবেশন করতে দেখা গেছে। এরই মধ্যে বাংলাদেশ বেতারের জন্য নতুন একটি মৌলিক গানেও কণ্ঠ দিয়েছেন অনন্যা। একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে অনন্যা বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন। অনন্যা বলেন, ‘গানকেই ভালোবেসে জীবনের পথচলাটুকু বেছে নিয়েছি। গান গাইতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তাই যখন মাইক্রোফোন হাতে থাকে বা সামনে থাকে, তখন পৃথিবীর অন্য সব চিন্তা দূরে চলে যায়। গানেই মগ্ন থাকি। গানই আমাকে অনন্যা করে তুলেছে। শ্রোতা দর্শকের এই যে ভালোবাসা পাচ্ছি, তা কিন্তু গানেরই কারণে। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আমি যেন ঠিকমতো গানটা করে যেতে পারি। আর বাবা-মাকে সুখে শান্তিতে রাখতে পারি।

 


আরো সংবাদ



premium cement