১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় জিপিএ-৫ পেল ৫৫৭ জন

টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় জিপিএ-৫ পেল ৫৫৭ জন - নয়া দিগন্ত

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় এবারো শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। এ বছর ৭৫৫ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জনই জিপিএ-৫ পেয়েছে।

রোববার (১২ মে) এ ফলাফল প্রকাশের পর মাদরাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

অপরদিকে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত আরো দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিবারের মতো এবারো ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এদের মধ্যে ঢাকা যাত্রাবাড়ির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ৩৬৬ জন দাখিল পরীক্ষার্থীর ১৯৯ জন জিপিএ-৫ এবং ঢাকার মাতুয়াইলের তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার ২০৫ জন পরীক্ষার্থীর ১০১ জনই জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ উত্তীর্ণ হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভালো ফলাফলের জন্য তা’মীরুল মিল্লাত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান এর জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

তিনি জানান, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।

আগামীতে আরো ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরো বলেন, দেশে যখন ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য নানা সীমাবদ্ধতা ও সংকীর্ণতা তৈরি হয়েছে তখন তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রতি দেশ ও জাতি গভীর আস্থা রেখেছে। ফলশ্রুতিতে ২০২৩- ২০২৪ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় এক হাজার ৬০০ ছাত্র-ছাত্রী তা’মীরুল মিল্লাত মাদরাসায় ভর্তি হয়েছে।

জাতির এ বিশাল আমানত রক্ষায় তিনি আল্লাহর কাছে তাওফিক ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।


আরো সংবাদ



premium cement