৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ছয়টি ফোক গানে কণ্ঠ দিলেন অনুপমা মুক্তি

-

অনুপমা মুক্তি একজন আধুনিক গানের শিল্পী। দেশ-বিদেশের স্টেজ শোগুলোতে এবং দেশের বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাকে সাধারণত আধুনিক গান গাইতেও দেখা যায়। কিন্তু এবার দীর্ঘ দিনের সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে নিজেকে একটু আলাদাভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। প্রথমবারের মতো কোনো চ্যানেলের একটি অনুষ্ঠানের জন্য ছয়টি ফোক গান গাইলেন অনুপমা মুক্তি। গেল ১৯ আগস্ট আরটিভির বেঙ্গল স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনুপমা মুক্তি আরটিভির জন্য যে ছয়টি ফোক গানে কণ্ঠ দিলেন সেগুলো হচ্ছেÑ ‘ভ্রমর কইও গিয়া’, ‘তোমায় হৃদ মাঝারে রাখব’, ‘বন্ধু তোর লাইগারে’, ‘সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ও ‘ধন্য ধন্য বলি তারে’। অনুপমা মুক্তি জানান, নিজের ঘরানার বাইরে গিয়ে ফোক গান গাইতে একটু বেশি সময় এবং শ্রম দিতে হয়েছে। অনুপমা মুক্তি বলেন, ‘ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে আমাকে দিয়ে এমন এক্সপেরিমেন্টাল একটি কাজ করানোর জন্য। আমি যেহেতু আধুনিক গানই বেশি করি তাই আমার জন্য এই গানগুলো গাওয়া একটু চ্যালেঞ্জেরও বিষয় ছিল। তার পরও আমি যথাসাধ্য চেষ্টা করেছি একটু ফিউশন করে নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য নিয়ে গাওয়ার জন্য। যারা উপস্থিত ছিলেন তারা বেশ খুশি হয়েছেন আমার কণ্ঠে ফোক গান শুনে এবং আমি আশাবাদী শ্রোতা দর্শককেও এই গানগুলো মুগ্ধ করবে।’ টিটনের সার্বিক তত্ত্বাবধানে ফোক গানের অনুষ্ঠান ‘ফোক স্টেশন’ আগামী ২৪ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। অনুপমা মুক্তি জানান, একই দিনে তিনি দীপ্ত টিভির ‘গল্প সপ্প আর গান’ অনুষ্ঠানের জন্য কে এল সায়গালের ‘প্রেম যেন মোর মৃদু ফুলও হার’, শ্যামল মিত্রের ‘তোমারি পথ পানি চাহি আমারও পাখি গান গায়’ এবং সচীন দেব বর্মণের একটি হিন্দি গানের রেকর্ডিংয়ে অংশ নেন। অনুপমা মুক্তি জানান, কে এল সায়গালের গানটি অপ্রচলিত একটি গান। তাই এ গানটি গাইতে তাকে অনেকটা সময় চর্চা করে তারপর গাইতে হয়েছে। তবে এই তিনটি গান গাইতেই তিনি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ হিসেবে মুক্তি বলেন, ‘অপ্রচলিত গান গাওয়ার মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। কারণ, নিজের গায়কীকে যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকে। শ্রোতাদের আলাদা মনোযোগ থাকে গায়কীতে।’ গেল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে অনুপমা মুক্তি ‘আসবে না ফিরে জানি’ গানটি গেয়েছেন। গানটি লিখেছেন এবং সুর করেছেন শোয়েব চৌধুরী। সঙ্গীতায়োজন করেছেন এরফান টিপু ও কাজী জামাল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তপন আহমেদ।

 


আরো সংবাদ



premium cement
দোয়ারাবাজারে কলেজছাত্রীকে ধর্ষণ করে হত্যা, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের পেকুয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন : শিক্ষামন্ত্রী মঙ্গলবার ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাড়ল জ্বালানি তেলের দাম, কার্যকর বুধবার বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী ‘ইসলামী সমাজ বিপ্লব ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়’ ইসরাইলে জার্মানির অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিতে আইসিজের অস্বীকৃতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহরাস্তি উপজেলা আ’লীগ সভাপতি

সকল