০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


শান্তা জাহানের স্বাচ্ছন্দ্যতা উপস্থাপনাতেই পথশিশুদের জন্য শান্তার পথচলা...

-

বছরজুড়ে দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শো’তে যে উপস্থাপিকাকে সবার চোখে একটু বেশিই পড়ে, তিনি এই সময়ের আলোচিত উপস্থাপিকা শান্তা জাহান। এই পরিচয়ের বাইরে তিনি একজন মডেল ও অভিনেত্রীও বটে। তবে উপস্থাপনাতেই শান্তা নিজের স্বাচ্ছন্দ্যতা, ভালোলাগা খুঁজে পান। তাই অন্য আর সব পরিচয়কে সম্মানের স্থানে রেখে তিনি নিজে সম্মানিত হতে ভালোবাসেন একজন উপস্থাপিকা হিসেবেই। বাংলাদেশের উপস্থাপনার ক্ষেত্রে শান্তা জাহান এরই মধ্যে ঢাকা, ঢাকার বাইরে এমন কি দেশের বাইরেও বিভিন্ন শো’তে নিজেকে একজন আত্মবিশ^াসী উপস্থাপিকায় পরিণত করেছেন। তাই বিশেষ মওসুমেই শুধু নয়, বছরজুড়েই শান্তার ব্যস্ততা থাকে শো নিয়ে। শান্তা জাহান বলেন, ‘এটা আল্লাহর অশেষ রহমত যে, আমি দেশের উল্লেখযোগ্য শো’গুলো উপস্থাপনা করার সুযোগ পাই। আমাকে শো’র জন্য দৌড়ঝাঁপ করতে হয় না। নিজের মেধা দিয়ে নিজের উপস্থাপনা দিয়ে আমি আমার অবস্থানটাকে সৃষ্টি করার চেষ্টা করেছি শুরু থেকেই। যারা শো’তে নিয়েছেন তারা পরে আন্তরিকতা নিয়েই আমার সাথে যোগাযোগ করেছেন। এটাই একজন উপস্থাপিকা হিসেবে আমার প্রাপ্তি। আমি একজন ভালো উপস্থাপক হিসেবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ শান্তা জাহান জানান, বিভিন্ন শো নিয়ে তার ব্যস্ততা তো আছেই। আবার বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ এয়ারফোর্সসহ আরো কিছু প্রতিষ্ঠিত সংগঠন, অফিসের নিয়মিত কাজ করেন তিনি। শান্তা জাহানকে প্রথম অভিনয়ে দেখা গিয়েছিল মাবরুর রশীদ বান্নাহর নাইন অ্যান্ড হাফ নাটকে। এরপর আরো বেশ কিছু নাটকে তিনি অভিনয় করেছেন। সর্বশেষ তিনি এজাজ মুন্নার নির্দেশনায় ‘বউ বিবি বেগম’ ধারাবাহিকে অভিনয় করেন। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি ত্রিশটিরও বেশি বিজ্ঞাপনে। মডেল হিসেবে তিনি আলোচনায় আসেন বিকাশের বিজ্ঞাপনে মডেল হয়ে। শরীয়তপুরের ডামুড্যার মিয়াজি বাড়ির আব্দুস সাত্তার ও জাহানারা বেগম দম্পতির মেয়ে শান্তা শুধু পেশাগত কাজ নিয়েই ব্যস্ত নন। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি পথশিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। পথশিশুদের জন্য বাসস্থান, শিক্ষা ও খাবার নিশ্চিত করণের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এতে তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন শেখ আমান উল্লাহ। শান্তা জাহান নিয়মিত টিভি শো’ও করছেন। গত বছর থেকে বাংলাভিশনের লাইভ শো ‘সকাল বেলার রোদ্দুর, বিগত ছয় বছর ধরে এটিএন বাংলার ‘স্বার্ণালী সাদা কালো’, নিউজ টোয়েন্টি ফোর’-এর সতর্ক সঙ্কেত, চ্যানেলে টোয়েন্টি ফোর’-এর বোকা বাক্সর আড্ডা খানা এবং এসএটিভির, বিশেষ বিশেষ দিবসের অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন শান্তা।

 


আরো সংবাদ



premium cement
তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ আশুলিয়ায় ৫ টাকার উন্মুক্ত কবরস্থান উদ্বোধন গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন রাবিতে ছাত্রদল নেতাকে হলরুমে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে খুলনার পিপির আইন পেশা পরিচালনার ওপর এক মাসের নিষেধাজ্ঞা কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

সকল