০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


নতুন গবেষণা

ঢাকার ৪৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন

নতুন গবেষণা বলছে, ঢাকার বাসিন্দাদের শতকরা ৪৫ ভাগ মানুষের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। - ছবি : বিবিসি

সরকারের এক নতুন গবেষণা বলছে, ঢাকার বাসিন্দাদের শতকরা ৪৫ ভাগ মানুষের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। এর মানে হচ্ছে এরা ইতোমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইসিডিডিআর,বি যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে।

নতুন এই গবেষণা বলছে, কোভিড-১৯ শনাক্ত হওয়া মানুষের মধ্যে ৯৪ শতাংশই ছিলেন লক্ষণ ও উপসর্গহীন।

গবেষণায় ঢাকার ১২,৬৯৯ জন মানুষের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, তার মধ্যে ৪৫ শতাংশ মানুষের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি পজিটিভ।

বস্তি এলাকায় এই সংক্রমণের হার প্রায় শতকরা ৭৪ ভাগ।

আক্রান্তদের ২৪ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ১৫ থেকে ১৯ বছর বয়সী মানুষের হার ১৮%।

গবেষণায় লক্ষণ ও উপসর্গ নেই এমন ৮১৭ ব্যক্তির দেহের নমুনা পরীক্ষা করে তার মধ্যে ৫২৮ জনই কোভিড-১৯ শনাক্ত পাওয়া যায়।

এছাড়া উপসর্গ ছিলএমন ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করে তার মধ্যে ৪০০ জনের মধ্যে সংক্রমণ পাওয়া যায়।

সংক্রমণের হার নারীদের মধ্যে কম আগে এমন একটি ধারণা ছিল।

কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, যেদিন নমুনা সংগ্রহ করা হয়েছে, সেইদিন সংক্রমণের হারে নারী ও পুরুষের মধ্যে তেমন ফারাক দেখা যায়নি।

গবেষণার জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনের মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে ২৫টি ওয়ার্ড বেছে নেয়া হয়। এবং প্রতি ওয়ার্ড থেকে একটি মহল্লা বাছাই করা হয়।

এ ছাড়া রাজধানীর আটটি বস্তিকে এ জরিপে যুক্ত করা হয়।

সোমবার ঢাকায় কোভিড-১৯-এর করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর বিষয়ে এক ওয়েবিনারে নতুন গবেষণার তথ্য তুলে ধরা হয়।

করোনাভাইরাসের জিন বিশ্লেষণ করে গবেষকেরা অনুমান করছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল।

ওয়েবিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, নতুন তথ্যে দেখা যাচ্ছে কেউই করোনাভাইরাস সংক্রমণের আশংকা থেকে মুক্ত নয়।

ফলে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো উপায় নেই।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির বিরোধী দলবিহীন পার্লামেন্টের নামে দেশের সম্পদ নষ্ট করার এখতিয়ার কারো নেই: ইসলামী আন্দোলন বাংলাদেশ চলতি মাসে ঢাকা আসছেন ডোনাল্ড লু কমলাপুর মোড় থেকে টিটিপাড়াগামী যানবাহন চলাচল ৬ মাস বন্ধ জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট শঙ্কায় ম্যানইউ কনফারেন্স লিগও

সকল