০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


পাপেল কুমার সাহা

অনুশোচনা

-

কলাবতী ফুল তুমি জানো
তোমার সাথে আমার অনেক
মধুর শৈশব স্মৃতি রয়েছে
আমি যখন ছোট ছিলাম, খুব ছোট
দেখেছিলাম পুকুর পাড়ে তোমার রক্তরাঙা চিত্রারূপ
কী অপূর্ব তুমি
তোমায় দেখলেই আমার খুব ইচ্ছে করত
আমি যেন তুমি হয়ে যাই
সকল কিছু ছেড়ে তোমার মাঝে ডুব দেই
কল্পনায় তোমায় ভাবি আর অনুভব করি...
প্রস্ফুটিত সৌন্দর্য নিয়ে, বিশ্বাসের বিহঙ্গ মায়ায়
তোমায় উন্মুক্ত রেখেছো আমার জন্য।
আমার কণ্ঠ ব্যক্ত তোমার প্রেমার্চনে
তোমার রক্তিম আভায় আমার শুদ্ধ অনুশোচনায়
নিজের আরশিতে নিজেই প্রতিচ্ছবি হই
দেখি তোমার আলিঙ্গনে আমার ভূষণ
কেন জানি হৃদয়ে একটা প্রার্থনা আসে
অন্তর্নিহিত অভিব্যক্তি অনুভবে উচ্চারিত হয়
ভালোবাসার সরবে আর ভালোবাসার স্বচ্ছ জলে
সিঞ্চনের মধ্য দিয়ে রুক্ষতা লাঘব করে
উর্বরতায় ফিরে যাই প্রারম্ভে¢
যেখানে তোমার চিত্রারঙে
পার্থিব জীবনে অপার্থিব স্বর্গ ছোঁয়া পাই


আরো সংবাদ



premium cement

সকল